গুয়াহাটি, ১৩ মার্চ (হি.স.) : অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ (সেবা) পরিচালিত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার সাধারণ বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত মামলার তদন্তভার আজ সোমবার সকালেই সিআইডির হাতে তুলে দিয়েছিলেন রাজ্যের পুলিশ-প্রধান জিপি সিং। দায়িত্ব পেয়ে তদন্তে ঝাঁপিয়ে পড়েছেন সিআইডির তাবড় আধিকারিকগণ। ইতিমধ্যে তাঁরা অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদের দফতরে গিয়ে সংশ্লিষ্ট তিন আধিকারিককে জিজ্ঞাসাবাদ শুরু করে দিয়েছেন বলে নির্ভরযোগ্য সূত্রের খবর।
গতকাল মাধ্যমিকের সাধারণ বিজ্ঞান পরীক্ষার হাতে লেখা একটি মডেল প্রশ্নপত্র কিছু পরীক্ষার্থীর কাছে পাঠানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা হয়েছিল। ঘটনাটি গতকাল রাতে চাউর হলেও অধিকাংশ ছাত্রছাত্রী তাঁদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় বিষয়টি জানতে পারেনি। তাই আজ সকালে নিজের নিজের অভিভাবককে নিয়ে তারা সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্রে গিয়ে নোটিশ বোর্ডে আজকের বিজ্ঞান পরীক্ষা বাতিল বলে দেখে হতাশ হয়ে যায়। এর পর গোটা রাজ্য তোলপাড়।
ঘটনার খবর পেয়ে শিক্ষামন্ত্রী ডা. রণোজ পেগু সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মার সঙ্গে কথা বলেন। মুখ্যমন্ত্রীর পরামর্শে তিনি সেবা-র চেয়ারম্যান রমেশচন্দ্র জৈনের সঙ্গে কথা বলে ডিজিপি জিপি সিংকে তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত শুরু করতে বলেন। সে অনুযায়ী ঘটনার তদন্ত করতে ময়দানে নেমে পড়েছেন সিআইডি অফিসাররা।
তদন্তের অংশ হিসেবে পরীক্ষা নিয়ন্ত্রকের দায়েরকৃত একটি এফআইআরের ভিত্তিতে আজ সেবা-র সংশ্লিষ্ট কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন সিআইডি অফিসাররা। এদিকে ডিজিপি সিং জানান, তাঁর আশা, খুব শীঘ্রই প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত কুখ্যাত অপরাধীকে শনাক্ত করতে সক্ষম হবে সিআইডি।