সংবর্ধনার জোয়ারে ভাসলেন মন্ত্রী সুধাংশু দাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷  রাজনীতি হোক যার যার৷ কিন্তু উৎসব আনন্দ হোক সবার৷ আজকের দিনে দাঁড়িয়ে এই কথাটা অতি সহজে সারল্যতা নিয়ে খুব সহজেই বললেন ফটিকরায়বাসীর ঘরের ছেলে তথা মন্ত্রী সুধাংশু দাস৷  মন্ত্রী হবার পর শনিবার নিজ এলাকায় পা রাখেন তিনি৷  সংবর্ধনার জোয়ারে ভাসলেন  নব নিযুক্ত এই তরুণ মন্ত্রী৷ একইভাবে জাতীয়তাবাদী কমর্চারী কোর্ডিনেশন কমিটি ফটিকরায় মন্ডলের উদ্যোগে রবিবার ফটিকরায় নজরুল কলাক্ষেত্রে নব নিযুক্ত মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপনের জন্য এক অনুষ্ঠান এর আয়োজন করা হয়৷ প্রায় ৪ শত কর্মচারীরা এইদিনে সংবর্ধনা অনুষ্ঠানে ছিলেন৷ মঞ্চে উপস্থিত ছিলেন নব নিযুক্ত মন্ত্রী সুধাংশু দাস , তাঁর সহধর্মিনী ত্ম দেবস্মিতা বৈদ্য দাস, কর্মচারী কোর্ডিনেশসন কমিটির সভাপতি সুনির্মল দাস , জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস  ,ফটিকরায় মন্ডল সভাপতি নীলকান্ত সিনহা সহ অন্যান্যরা৷  মন্ত্রীকে এইদিন ফটিকরায় বিধানসভার পাম্প অপেরেটর , রেশন ডিলার ,আশা কর্মী সহ অন্যান্যের পক্ষ থেকেও সংবর্ধিত করা হয়৷ মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত ৫ বছরে ফটিকরায় যে কাজ করেছেন তিনি ,  আগামী ৫ বছরে তার তিনগুন কাজ করে শ্রেষ্ট ফটিকরায় গড়ে তুলবেন৷