BRAKING NEWS

কুন্তলের থেকে নেওয়া টাকা ৫ দিনে পার্লার মালকিন সোমাকে ফেরানোর নির্দেশ ইডির

কলকাতা, ১১ মার্চ (হি. স.) : কুন্তল ঘোষের থেকে নেওয়া টাকা পাঁচ দিনে ফেরানোর নির্দেশ দেওয়া হল সোমা চক্রবর্তীকে। সূত্রের খবর, এই নির্দেশ দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

নিয়োগ দুর্নীতি মামলায় একের পর এক মধ্যস্থতাকারী বা মিডলম্যানের নাম উঠে এসেছে তদন্তকারীদের হাতে। কুন্তল ঘোষ, চন্দন মণ্ডল, তাপস মণ্ডল, গোপাল দলপতি। এই তালিকায় বেশ দীর্ঘ। এদের সঙ্গে উঠে এসেছে বেশ কয়েকজন রহস্যময়ী নারীর নামও। মূলত এই অভিযুক্ত দালালদের সূত্র ধরেই উঠে এসেছে সেইসব নারীর নাম। যদিও নিয়োগ কেলেঙ্কারিতে তাঁদের ভূমিকা আদৌ রয়েছে কি না তা এখনও তদন্তসাপেক্ষ।

এরকমই একজন সোমা চক্রবর্তী। যিনি দক্ষিণ কলকাতার একটি পার্লারের মালিক। তিনি কুন্তল ঘোষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়েছিলেন। সেই টাকাই এবার তাঁকে ফেরানোর নির্দেশ দিল ইডি। কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে আসা ৫০ লক্ষ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন ইডির আধিকারিকরা। পাঁচদিনের মধ্যে এই টাকা ফেরত দিতে বলা হয়েছে। ডিমান্ড ড্রাফট করে টাকা ফেরত দিতে বলা হয়েছে বলে ইডি সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *