ত্রিপুরা : ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন ২৪ মার্চ, পেশ হবে ভোট-অন-একাউন্ট

আগরতলা, ১০ মার্চ (হি. স.) : ত্রিপুরায় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আগামী ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। ওই অধিবেশনে ত্রিপুরা সরকার ভোট-অন-একাউন্ট পেশ করবে। এছাড়াও, প্রথা মেনে ইংরেজি বছরের প্রথম অধিবেশন রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে। 

প্রসঙ্গত, ত্রিপুরায় নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আগামী ২৪ মার্চ বিধানসভা অধিবেশন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবিধানের ১৭৪ অনুচ্ছেদের (১) নম্বর ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য ওইদিন বেলা এগারটায় ত্রয়োদশ বিধানসভার প্রথম অধিবেশন আহবান করেছেন। 

এদিকে, আগামী ১৬ মার্চ ত্রিপুরায় নবনির্বাচিত বিধায়কগণ শপথ নেবেন। ওইদিন বেলা এগারটায় বিধানসভার অধিবেশন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। নব নির্বাচিত সদস্য সদস্যাদের নিজ নিজ রিটার্নিং অফিসারের প্রদত্ত নির্বাচন সার্টিফিকেট সহ শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ গ্রহণে বিধানসভার সচিব এক বিজ্ঞপ্তিতে অনুরোধ জানিয়েছেন। এদিকে, বিধানসভার অধিবেশন কতদিনের জন্য বসবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতে নবনির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণ সম্পন্ন হওয়ার পর শীঘ্রই বিএসি-র বৈঠক অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *