নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বিশালগড়ের নেহাল চন্দ্র নগর বাজারে অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ জন ব্যবসায়ীর হাতে প্রশাসনিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ বৃহস্পতিবার ভোরে নেহাল চন্দ্র নগর বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ এতে ১৯ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়৷ ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে ছুটে যান এলাকার বিধায়ক সুশান্ত দেব এবং কমলাসাগরের বিধায়িকা অন্তরা দেব সরকার৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আশ্বাস দেন প্রশাসনিক ভাবে তাদেরকে সহায়তা প্রদান করা হবে৷ প্রতিশ্রুতি মোতাবেক শুক্রবার সকালে নেহাল চন্দ্র নগর নাট মন্দিরে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়৷ উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় মহকুমার মহকুমা শাসক বিনয় ভূষণ দাস, বাজার কমিটির সভাপতি কালীপদ দেবনাথ সহ অন্যান্যরা৷ এইদিন ক্ষতিগ্রস্ত ১৬ জন ব্যবসায়ীর হাতে ৫০০০ টাকার চেক তুলে দেওয়া হয়৷ এবং যারা ভাড়াটিয়া ছিলেন তাদেরকে ৩০০০ টাকার চেক প্রদান করা হয়৷ এদিন ১৯ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর হাতে মোট ৮৯ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়৷ এক সাক্ষাৎকারে বিধায়ক সুশান্ত দেব জানান এসডিআরএফ ফান্ড থেকে প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের এইদিন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ আগামিদিন ক্ষয় ক্ষতির পরিমাণ নির্ণয় করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আরও আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ তিনি আরও জানান এই ধরনের নাশকতা মূলক ঘটনা বিশালগড়ে আর ঘটতে দেওয়া হবে৷ প্রশাসন তদন্ত চালিয়ে যাচ্ছে৷
2023-03-10

