নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ বোধজং নগর গ্রোথ সেন্টারস্থিত প্রাণ বেভারেজেস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে এবং ফ্যাক্টরী এন্ড ব্রয়লার্স অর্গানাইজেশনের তত্বাবধানে শুক্রবার উদযাপন করা হয় ৫২ তম জাতীয় সুরক্ষা সপ্তাহ৷ গত ৪ মার্চ থেকে শুরু হয়েছে এই সপ্তাহ উদযাপন৷ এদিন তার পরিসমাপ্তি ঘটে৷ উপস্থিত ছিলেন নব নির্বাচিত বিধায়ক রতন চক্রবর্তী, ফ্যাক্টরী এন্ড ব্রয়লার্স এরর মুখ্য পরিদর্শক সূর্যপাল মজুমদার, আধিকারিক দিলীপ ভৌমিক সহ প্রান বেভারেজেস প্রাইভেট লিমিটেডের রাজ্যের দায়িত্ব প্রাপ্তরা৷ এবারের ভাবনা আমাদের লক্ষ্য, শূন্য ক্ষতি৷ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়৷ দিনটির গুরুত্ব সম্পর্কে অবগত করান বিধায়ক রতন চক্রবর্তী৷ প্রাণ বেভারেজেস প্রাইভেট লিমিটেডের বোধজং নগর স্থীত ফ্যাক্টরির কর্মীরা এতে অংশ নেন৷
2023-03-10