টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে চোখ রেখে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে শ্রীলঙ্কা

ক্রাইস্টচার্চ, ৭ মার্চ (হি. স.) : দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ শুরু করছে শ্রীলঙ্কা । বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে নিউজিল্যান্ডের বিপক্ষে ২-০ ব্যবধানে জিততেই হবে শ্রীলঙ্কাকে। সেই সাথে অস্ট্রেলিয়ার কাছে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে ভারতের হার বা ড্রর আশা করতে হবে শ্রীলঙ্কাকে। আগামী ৯ মার্চ ক্রাইস্টাচার্চে নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ শুরু করবে শ্রীলংকা।

৬৮ শতাংশ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ হবার দৌঁড়ে আছে ভারত ও শ্রীলঙ্কা । ভারতের আছে ৬০ শতাংশ পয়েন্ট ও শ্রীলঙ্কার আছে ৫৩ শতাংশ পয়েন্ট।

অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচ সিরিজের প্রথম তিন টেস্ট শেষে ২-১ ব্যবধানে এগিয়ে ভারত। সিরিজের চতুর্থ ও শেষ টেস্টে জিতলেই ফাইনালে উঠবে ভারত। অসিদের বিপক্ষে হার ও ড্রর স্বাদ নিলেও ফাইনালে খেলার আশা থাকবে টিম ইন্ডিয়ার। সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কাছে যেকোন ১টি টেস্টে লঙ্কানরা ড্র বা হারলেই ফাইনালে উঠবে ভারত।

অস্ট্রেলিয়ার কাছে শেষ টেস্টে ভারত হারলে বা ড্র করলে এবং নিউজিল্যান্ডকে ২-০ ব্যবধানে হারালেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পাবে শ্রীলঙ্কা । এজন্য নিউজিল্যান্ডে দুই টেস্টেই জয় ছাড়া বিকল্প পথ নেই লঙ্কানদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *