লাহোর, ৭ মার্চ (হি.স.) : পাকিস্তানে হোলি উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রঙের উৎসব আয়োজন করায় আক্রান্ত পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সংখ্যালঘু হিন্দু পড়ুয়া। সোমবার হোলি উৎসব উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে রঙের উৎসবে মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আর তখনই তাদের উপরে চড়াও হয় ইসলামি জামিয়াত তুলবা (আইজেটি) নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের সদস্যরা। হিন্দু পড়ুয়াদের ব্যাপক মারধর করা হয়। হামলায় গুরুতর জখম হয়েছেন কমপক্ষে ১৫ হিন্দু ছাত্র।
আক্রান্ত পড়ুয়াদের অভিযোগ, কর্তৃপক্ষের অনুমতি নিয়েই সোমবার পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসে হোলি উৎসবের আয়োজন করা হয়েছিল। নিজেদের মধ্যেই রং খেলায় মেতে উঠেছিলেন হিন্দু ছাত্ররা। আচমকাই ইসলামি জামিয়াত তুলবা নামে একটি কট্টরবাদী মুসলিম সংগঠনের পক্ষ থেকে লাটিসোটা নিয়ে হামলা চালানো হয়। উৎসবে মেতে ওঠা হিন্দু ছাত্রদের বেধড়ক মারধর করা হয়। আচমকা আক্রমণের মুখে পড়ে হতচকিত হয়ে পড়েন হিন্দু ছাত্ররা। অনেকেই প্রাণভয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রুমে লুকিয়ে পড়েন।
পঞ্জাব বিশ্ববিদ্যালয়ের আইন কলেজ ক্যাম্পাসে হোলি উৎসবের অন্যতম আয়োজক সিন্ধ কাউন্সিলের সাধারণ সম্পাদক কাশিফ ব্রোহি সংবাদমাধ্যমকে বলেছেন, হোলি উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়ে ফেসবুকে পোস্ট করার পরেই ইসলামি জামিয়াত তুলবার পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছিল। কিন্তু সত্যিই যে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালানো হবে তা আঁচ করা যায়নি। পুলিশের কাছে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও হামলায় অভিযুক্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

