শিলং, ৬ মার্চ (হি.স.) : এনপিপি-সুপ্ৰিমো কনরাড সাংমা সহ অন্য নবনিৰ্বাচিত বিধায়কগণ আজ সোমবার মেঘালয় বিধানসভায় শপথ গ্ৰহণ করেছেন। নবনিৰ্বাচিত বিধায়কদের শপথবাক্য পাঠ করিয়েছেন প্রোটেম স্পিকার টিমোথি ডি শিরা।
৬০ সদস্যের বিধানসভায় ৪৫ জন বিধায়কের সমর্থন নিয়ে এনপিপি নেতৃত্বাধীন জোটের পরবর্তী এনডিএ-ভুক্ত মেঘালয় ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (এমডিএ)-০২ সরকারের মুখ্যমন্ত্রী হবেন কনরাড সাংমা। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্ৰ মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, উত্তর-পূর্বাঞ্চলে বিজেপি-র কো-অর্ডিনেটর সম্বিত পাত্র, উত্তরপূর্বীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রী তথা নেডা-র আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা সহ বহুজনের উপস্থিতিতে কনরাড সাংমা সহ তাঁর মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। রাজভবনে তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল রাজ্যপাল ফাগু চৌহান।
এখানে উল্লেখ করা যেতে পারে, ২৬ বিধায়ক নিয়ে বিধানসভায় বৃহত্তম দল এনপিপি। এর পর যথাক্রমে ১১ জন ইউডিপি, বিজেপি-র ২, পিডিএফ-এর ২, এইচএসপিডিপি-এর ২ এবং দুজন নির্দলীয় বিধায়ককে নিয়ে মোট ৪৫ জনের এমডিএ-০২ জোট সরকার হবে মেঘালয়ে।