মুম্বই, ৬ মার্চ (হি.স.): দক্ষিণ মুম্বইয়ের পুলিশ ক্যাম্পে নিজেদের বাড়ির সিলিংয়ের পলেস্তারের একটি অংশ ধসে পড়ায় আহত হয়েছেন একই পরিবারের ৪ জন সদস্য। সোমবার ভোররাত ২.৩০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে, সেই সময় ওই পরিবারের সবাই ঘুমিয়েছিলেন। আহত অবস্থায় ৪ জনকে নিয়ে যাওয়া হয়, সেখানে প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ মুম্বইয়ের টারদেওর পুলিশ ক্যাম্প এলাকায় নিজেদের বাড়ির ৪-তলায় ঘুমিয়ে ছিলেন সবাই, ভোররাত ২.৩০ মিনিট নাগাদ সিলিংয়ের পলেস্তারের একটি অংশ ধসে পড়ায় আহত হয়েছেন একই পরিবারের ৪ জন সদস্য।