BRAKING NEWS

ওডিশায় দোল উৎসবের প্রস্তুতিকালে বিস্ফোরণে নিহত ৪, আহত আরও ৪ জন

ভুবনেশ্বর, ৬ মার্চ (হি.স.) : ওডিশার খোর্ধা জেলার টঙ্গী থানার ভূষন্ডপুর গ্রামে দোল উৎসবের প্রস্তুতিকালে পটকা বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খোর্ধার কনস্টেবল সুপার ও টঙ্গী থানার আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছেন। হাসপাতালে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এই এলাকা ঘিরে রেখেছে। নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *