নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.): আগামী ৮-১১ মার্চ ভারত সফরে আসছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ। ভারতে একগুচ্ছ কর্মসূচি রয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর। অ্যান্থনির সঙ্গে ভারতে আসছেন সে দেশের বাণিজ্য ও পর্যটন মন্ত্রী ডন ফারেল এবং সম্পদ ও উত্তর অস্ট্রেলিয়ার মন্ত্রী ম্যাডেলিন কিং। আসছে উচ্চ পর্যায়ের একটি ব্যবসায়ী প্রতিনিধি দলও।
ভারতের বিদেশমন্ত্রক সূত্রের খবর, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবেনিজ হোলির দিন ৮ মার্চ আহমেদাবাদে পৌঁছবেন। তিনি ৯ মার্চ মুম্বই সফর করবেন, ওই দিনই দিল্লি পৌঁছনোর কথা রয়েছে তাঁর। প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী আলবেনিজ পারস্পরিক স্বার্থের আঞ্চলিক এবং বৈশ্বিক বিষয়গুলি ছাড়াও ভারত-অস্ট্রেলিয়া ব্যাপক কৌশলগত অংশীদারিত্বের অধীনে সহযোগিতার ক্ষেত্রগুলি নিয়ে আলোচনা করতে বার্ষিক শীর্ষ সম্মেলন করবেন। প্রধানমন্ত্রী আলবানিজ দিল্লিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন।

