শ্রীনগর, ১ মার্চ (হি.স.) : ফের প্রাণবন্ত হয়ে উঠল ভূস্বর্গ! দীর্ঘ তিন মাসের শীতকালীন ছুটির পর আবারও স্কুলে যাওয়া শুরু করল জম্মু-কাশ্মীরের ছাত্র-ছাত্রীরা। শ্রীনগর-সহ কাশ্মীরের সর্বত্রই বুধবার থেকে খুলে গিয়েছে স্কুল। ইউনিফর্ম পরিহিত পড়ুয়াদের সকাল থেকে নিজ নিজ স্কুলে যেতে দেখা গিয়েছে, স্কুল শিক্ষা বিভাগ শ্রীনগর শহরে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত স্কুলের সময় পরিবর্তন করেছে। পুঞ্চ জেলার শীতকালীন অঞ্চলেও স্কুলগুলি খোলা হয়েছে।
পঞ্চম শ্রেণি পর্যন্ত স্কুলগুলিতে ১ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি শীতকালীন ছুটি ছিল, ১২ ডিসেম্বর থেকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং নবম থেকে দ্বাদশ শ্রেণির স্কুলগুলিতে ১৯ ডিসেম্বর থেকে শীতকালীন ছুটি। দীর্ঘ তিন মাসের সেই ছুটি ১ মার্চ, বুধবার শেষ হয়েছে।