চামরাজানগর, ১ মার্চ (হি.স.): কর্ণাটকের চামরাজানগর থেকে বিজয় সংকল্প যাত্রার সূচনা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। বুধবার বিজেপির পতাকা উড়িয়ে বিজয় সংকল্প যাত্রার সূচনা নাড্ডা। তিনি পরে একটি জনসভায় বলেছেন, রাজনীতির মাপকাঠি বদলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নাড্ডা বলেছেন, কর্ণাটকের চারটি স্থান থেকে শুরু হবে ‘বিজয় সংকল্প যাত্রা’। আমরা ২০ দিনের মধ্যে ৮০০০ কিলোমিটার যাত্রা করব।নাড্ডার কথায়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বেলগাভিতে ‘বিজয় সংকল্প যাত্রা’-র সূচনা করবেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অন্য দু’টি স্থানে বিজয় সংকল্প যাত্রার সূচনা করবেন। নাড্ডা বলেছেন, একটা সময় ছিল যখন জাতপাত, ভোটব্যাঙ্ক এবং পরিবারতন্ত্রের কথা মাথায় রেখে রাজনীতি করা হত, কিন্তু প্রধানমন্ত্রী মোদী ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস’ মন্ত্রে দেশকে একত্রিত করেছেন। নাড্ডা বলেছেন, মোদীজির নেতৃত্বে বছরের পর বছর ধরে ভারতের ভাগ্য ও চিত্র অনেকটাই বদলে গিয়েছে। নাড্ডা আরও বলেছেন, আমাদের সরকার আদিবাসী, দরিদ্র, নারী ও বঞ্চিতদের উন্নতির জন্য কাজ করেছে। আমরা আদিবাসীদের জন্য বাজেট বাড়িয়েছি। ২০১৩ সালে বাজেট ছিল ৪২৯৫ কোটি টাকা যা বর্তমানে ১২,৪৬১ কোটি টাকায় উন্নীত হয়েছে।
2023-03-01

