নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.) : পণ্য ও পরিষেবা করবাবদ ফেব্রুয়ারি মাসের রাজস্ব আদায় জানুয়ারির তুলনায় নিম্নমুখী। গত জানুয়ারি মাসে জিএসটি বাবদ ১.৫৫ লক্ষ কোটি টাকার বেশি ঘরে তুলেছিল কেন্দ্র। সেখানে ফেব্রুয়ারি মাসে আয় হয়েছে এক লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা। যদিও এক বছর আগে অর্থাৎ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের নিরিখে জিএসটি আয় ১২ শতাংশ বেড়েছে। গত বছর ফেব্রুয়ারিতে কেন্দ্রের ভাঁড়ারে জমা পড়েছিল এক লক্ষ ৩৩ হাজার ২৬ কোটি টাকা।
বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে জিএসটি বাবদ ১ লক্ষ ৪৯ হাজার ৫৭৭ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে সরাসরি কেন্দ্রের ঘরে এসেছে ২৭ হাজার ৬৬২ কোটি টাকা রাজ্যগুলির আয় হয়েছে ৩৪ হাজার ৯১৫ কোটি টাকা। সমন্বিত জিএসটি বাবদ আয় হয়েছে ৭৫ হাজার ৬৯ কোটি টাকা। যার মধ্যে আবার আমদানিকৃত পণ্যের উপর বসানো কর থেকে আয় হয়েছে ৩৫ হাজার ৬৮৯ কোটি টাকা। এছাড়াও, শুল্কবাবদ ১১ হাজার ৬৩১ কোটি টাকা আয় হয়েছে, যার মধ্যে আমদানিকৃত পণ্যের উপর বসানো শুল্ক থেকে ৭৯২ কোটি টাকা আয় হয়েছে’।

