শিলচর (অসম), ২৮ জানুয়ারি (হি.স.) : কাছাড় জেলার অন্তর্গত শিলচর-কালাইন সংযোগী জাতীয় সড়কের তোপখানা এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা য় জনৈক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষিকাকে শিলচরের তারাপুর রায়গরের বাসিন্দা শর্মিষ্ঠা ভট্টাচার্য বলে শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনটি সংঘটিত হয়েছে আজ শনিবার দুপুরের দিকে।
জানা গেছে, মোটর সাইকেলে চড়ে রানিঘাটের দিকে থেকে শিলচর আসার সময় বিপরীত দিক থেকে আগত একটি মারুতি ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড সংঘর্ষে মোটর সাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন শর্মিষ্ঠা ভট্টাচার্য।
প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্ঘটনায় মোটর সাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যাওয়ার পর পিছন থেকে একটি তেলের ট্যাংকার তাঁর ওপর দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন শর্মিষ্ঠা।
অন্যদিকে ঘটনায় মোটর সাইকেলের চালক সহ মারুতি ভ্যানের চার যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোটর সাইকেল চালক তারাপুরের মণিপুরিবস্তির উৎপল দাস, মারুতি ভ্যানের চালক বিহারা পঞ্চম খণ্ডের হিলাল উদ্দিন এবং জনৈক যাত্রী আসাব উদ্দিনের অবস্থা সংকটজনক বলে খবর পাওয়া গেছে।