ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি।। মরশুমের শেষ ম্যাচ খেলতে আগামীকাল থেকে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ গ্রুপের শীর্ষে থাকা মধ্যপ্রদেশের বিরুদ্ধে। ইমারেল হাইট ইন্টারন্যাশনাল স্কুল মাঠে হবে ৪ দিনের ওই ম্যাচটি। ওই ম্যাচে অংশ নিতে দুদলই সোমবার শেষ প্রস্তুতি সেরে নেয়। গ্রুপে ৬ ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে মধ্যপ্রদেশ শীর্ষে এবং ৮ পয়েন্ট নিয়ে ত্রিপুরা রয়েছে ষষ্ঠ স্থানে। ফলে শক্তির বিচারে ত্রিপুরা থেকে অনেক এগিয়ে মধ্যপ্রদেশ। ত্রিপুরাকে চিরে খেতে ইমারেল হাইট ইন্টারন্যাশনাল স্কুল মাঠের উইকেট সবুজ ঘাষে ভরা রাখা হয়েছে। ফলে ওই উইকেট পেসাররা যে দাপট দেখাবে তা বলাবাহুল্য। ম্যাচে ত্রিপুরার প্রথম একাদশে একটি পরিবর্তন আনা হবে। ওপেনার বিশাল ঘোষের পরিবর্তে ত্রিপুরার প্রথম একাদশে জায়গা পাবেন উদীয়ন বসু। দলের পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন মণিশঙ্কর মুড়া সিং, রাণা দত্ত এবং অভিজিৎ সরকার। ত্রিপুরার ক্রিকেটাররা চাইছেন মরশুমের শেষ ম্যাচে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে মধ্যপ্রদেশকে। কাজটা কঠিন হলেও অসম্ভব নয়। তবে ম্যাচে লড়াই করতে হলে ব্যাটসম্যানদের বড় ভূমিকা নিতে হবে। দুদলই চাইছে আগামীকাল টসে জয়লাভ করলে বিপক্ষকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানাতে।
2023-01-23