জিবি বাজার এলাকায় পাঁচ কুখ্যাত চোর আটক, উদ্ধার ২৬টি মোবাইল সেট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার সার্কিট হাউসের একটি দোকান থেকে মোবাইল ফোন সহ অন্যান্য ইলেকট্রনিক্স সামগ্রী চুরির ঘটনায় পাচ চোরকে বমাল আটক করতে সক্ষম হয়েছে অভয়নগর আউটপোস্টের পুলিশ৷ রাজধানীর আগরতলা শহরের কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেও চুরির ঘটনা অব্যাহত রয়েছে৷ সম্প্রতি শহরের সার্কিট হাউস সংলগ্ণ এলাকার একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে মোবাইল ফোনসহ অন্যান্য ইলেকট্রনিক্স জিনিসপত্র চুরি হয়েছিল৷ দোকানের মালিক আশিস দেবনাথ এ ব্যাপারে অভয়নগর আউট পোস্টে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর অভয়নগর আউটপোস্টের পুলিশ নড়েচড়ে বসে৷ রবিবার রাতে অভয়নগর আউট পোস্টের পুলিশ জিবি বাজারের পেছনদিকে বসে থাকা সন্দেহভাজন ৫ যুবককে আটক করতে সক্ষম হয়৷ তাদের কাছ থেকে ২৬ মোবাইল ফোন একটি  স্মার্ট রিসটওয়াচ সহ দুটি ধারালো অস্ত্র এবং নগদ তিন হাজার টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ৷ আটক পাঁচ চোরের নাম হল কৃষ্ণ দাস ,দ্বীপ ভট্টাচার্য, ইব্রাহিম মিয়া ,টিটু সরকার এবং আকাশ রবিদাস৷ সোমবার মহকুমা পুলিশ আধিকারিক পারমিতা পান্ডে এ বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত তথ্য জানান৷ তিনি জানান আটক পাঁচ চোরের বিরুদ্ধে ক্যাপিটাল কমপ্লেক্স থানায় সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে৷