নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারী৷৷ সিপিএম তাদের প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করে দিয়েছে৷ সোমবার মেলার মাঠ স্থিত সিপিএম রাজ্য দপ্তরে নির্বাচনে প্রার্থী বাছাই করতে বৈঠক শুরু হয়৷ এই বৈঠকে সিপিএম সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক সিতারাম ইয়েচুরি ছাড়াও ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী, পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা মানিক সরকার সহ অন্যান্য নেতৃত্ব৷ একই সঙ্গে নির্বাচনী জোট শরিক কংগ্রেস দলকে কোন কোন আসন ছাড়া হবে তা নিয়েই আলোচনা হয় সিপিএম-র এই বৈঠকে বলে খবর৷ রাজ্য কমিটির এই বৈঠকের শেষে সম্ভবত মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে বামফ্রন্ট৷
2023-01-23

