BRAKING NEWS

কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে যুব সংসদ উৎসবের আয়োজন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ জানুয়ারি।। কেন্দ্রীয় যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে জাতীয় যুব সংসদ উৎসবের আয়োজন করা হচ্ছে। “আইডিয়াস ফর এ বেটার টুমরো: ইন্ডিয়া ফর দ্য ওয়ার্ল্ড”। এই থিমের উপর ভারত সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে অনুষ্ঠিত হতে চলছে জাতীয় যুব সংসদ উৎসব ২০২৩। এই বছর জাতীয় যুব সংসদ উৎসব চতুর্থবারের মতো আয়োজিত  হতে চলেছে নেহরু যুব কেন্দ্র সংগঠনের ব্যবস্থাপনায়। মূলত ১৮ থেকে ২৫ বছর বয়সী যেকোনো যুবক যুবতীদের দেশপ্রেম ও দেশ গঠনে অংশীদারি , নিউ ইন্ডিয়ার  ভিশন নিয়ে মতামত দান , সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার বিকাশ ইত্যাদি নানা বিষয়ের উপর গুরুত্ব দিয়ে ভারত সরকার এই উৎসবের আয়োজন করেছে। উত্তর  ত্রিপুরা নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে উত্তর ত্রিপুরা, ঊনকোটি,  ধলাই জেলাভিত্তিক যুব সংসদ উৎসব আয়োজিত হবে। এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ২৪ জানুয়ারির মধ্যে  ১৮  থেকে ২৫  বছর বয়সের যেকোনো ছেলে মেয়ে  অংশগ্রহণ করতে পারবেন আবেদনপত্র জমা দিয়ে । প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে অনলাইনের মাধ্যমে। প্রতিযোগিতায় আলোচনার বিষয়টি জেলাভিত্তিক প্রতিযোগিতার আগের দিন প্রতিযোগীদের জানানো হবে। প্রতিযোগিতায় বক্তব্যের সময়সীমা চার মিনিট থাকবে । বক্তব্যটি হিন্দি ও ইংরেজি ভাষায় হতে হবে। জেলাভিত্তিক অনুষ্ঠানে বিজয়ীরা রাজ্যভিত্তিক যুব উৎসবের অংশগ্রহণ করতে পারবে। রাজ্যভিত্তিক যুব উৎসবে বিজয়ী প্রতিযোগী জাতীয় স্তরে অআয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে ভারতীয় সংসদ, নিউ দিল্লি তে। জাতীয় যুব উৎসবে বিজয়ী প্রতিযোগী প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের ২ লক্ষ , ১.৫ লক্ষ, ১ লক্ষ এবং দুটি সান্তনা পুরস্কার হিসেবে পঞ্চাশ হাজার টাকা সহ শংসাপত্র দেওয়া হবে।  নেহরু যুব কেন্দ্রের স্বেচ্ছাসেবক , এনএসএস এর স্বেচ্ছাসেবক , বিভিন্ন সংস্থার স্বেচ্ছাসেবকরা তাতে  অংশগ্রহণ করতে পারবেন । বিশদ জানতে যোগাযোগ করতে পারেন উত্তর ত্রিপুরা নেহরু যুব কেন্দ্র ধর্মনগর অফিসে  আগামী ২৩ জানুয়ারির মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *