BRAKING NEWS

মেয়েদের বিয়ের বয়স বাড়ানর সিদ্ধান্ত নিতে আরও সময় চায় সংসদীয় কমিটি

নয়াদিল্লি, ২০ জানুয়ারি (হি. স.) : মেয়েদের বিয়ের বয়স বাড়ানোর সিদ্ধান্ত নিতে আরও সময় চায় সংসদীয় কমিটি । মেয়েদের বিয়ের ন্যুনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ করার জন্য সরকারি উদ্যোগে নিয়ে আসা বিল নিয়ে বিশ্লেষণে বসা সংসদীয় স্থায়ী কমিটি আরও তিন মাস সময় চাইছে সরকারের থেকে৷

বিজেপি সাংসদ বিবেক ঠাকুরের নেতৃত্বাধীন ‘শিক্ষা-মহিলা-শিশু-যুব এবং ক্রীড়া’- বিষয়ক কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ২৪ জানুয়ারি৷ এই কদিনের মধ্যে তারা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাটাছেঁড়া এবং বিশ্লেষণের কাজ শেষ করতে পারবেন না বলেই সংসদীয় কমিটির মেয়াদ বৃদ্ধির অনুরোধ করা হচ্ছে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে, এমনই দাবি করা হয়েছে সংসদীয় সূত্রে৷

উল্লেখ্য, ২০২১ সালের শীতকালীন অধিবেশনের শুরুতেই সংসদে পেশ করা হয়েছিল ‘প্রোহিবিশন অফ চাইল্ড ম্যারেজ (এমেন্ডমেন্ড) বিল’, যেখানে দেশের বিবাহযোগ্যা মেয়েদের বিয়ের বয়েস ১৮ থেকে বাড়িয়ে ২১ করার প্রস্তাব রাখা হয়েছিল৷ সংসদে এই বিল পেশের সঙ্গে সঙ্গেই বিরোধী শিবিরের তরফে এই বিলের তীব্র বিরোধিতা করা হয় এবং দাবি করা হয় বিলটিকে ‘স্ক্রুটিনি’র জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হোক৷ সরকারপক্ষ এই দাবি মেনে নেয়, প্রত্যাহার করা হয় বিল, পাঠানো হয় সংসদীয় স্থায়ী কমিটির কাছে৷ এর পরেই শুরু হয় বিশ্লেষণের কাজ৷

নয়াদিল্লিতে সরকারি সূত্রের দাবি, ইতিমধ্যেই কমিটির সদস্যরা কথা বলেছেন বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ আধকারিকদের সঙ্গে৷ একই সঙ্গে তাঁরা বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বিভিন্ন নারী ও শিশু কল্যাণকারী সংস্থার সঙ্গেও৷ পাশাপাশি আলোচনা করা হয়েছে দেশের বিশেষজ্ঞ চিকিত্‍সকদের সঙ্গেও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *