BRAKING NEWS

দেশের নাগরিকদের যাতে আর্থিক মন্দা প্রভাবিত করতে না পারে সেই চেষ্টাই চালাচ্ছে কেন্দ্রীয় সরকার : নারায়ণ রাণে

পুণে, ১৬ জানুয়ারি (হি.স.): বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাতে ভারতীয় নাগরিকদের প্রভাবিত করতে না পারে, তা নিশ্চিত করার জন্য ভারত সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এই মন্তব্য করলেন কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে। সোমবার সকালে মহারাষ্ট্রের পুণে-তে ভারতের পৌরহিত্যে জি-২০-র প্রথম ইনফ্রা ওয়ার্কিং গ্রুপের বৈঠকে অংশ নেন কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ মন্ত্রী নারায়ণ রাণে। তিনি বলেছেন, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা যাতে ভারতীয় নাগরিকদের প্রভাবিত না করে, তা নিশ্চিত করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রাণে বলেছেন, “এটি সত্য যে বর্তমানে বিভিন্ন উন্নত দেশগুলি মন্দার সম্মুখীন হচ্ছে। জুনের পরে মন্দা আসতে পারে বলে আশা করা হচ্ছে। কেন্দ্র ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চেষ্টা করছেন যাতে দেশের নাগরিকরা মন্দার দ্বারা প্রভাবিত না হন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *