BRAKING NEWS

প্রীতি ক্রিকেট : এবারও আইএলএস-কে হারিয়ে স্বমহিমায় জার্নালিস্ট রিক্রিয়েশন

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি।। স্বমহিমায় ফিরলো জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব। প্রীতি ক্রিকেট ম্যাচে এবারও আইএলএস টিম হার স্বীকার করেছে জেআরসি-র কাছে। তবে দীর্ঘ সময় পর্যন্ত ম্যাচটির রোমাঞ্চকর পরিস্থিতি দুদলকেই বেশ উত্তেজনাপূর্ণ বিনোদন দিয়েছে। চৌদ্দ বল বাকি থাকতে ছয় উইকেট এর ব্যবধানে দুর্দান্ত জয় টিম জেআরসি-কে পুনরায় জয়ে ফিরিয়ে এনেছে। ভোলাগিরির বিপরীতে ভগৎ সিং মাঠে সকাল সাড়ে দশটায় টি-টোয়েন্টি ফরম্যাটে ম্যাচ শুরুতে টস জিতে জেআরসি-র অধিনায়ক অভিষেক দে প্রথমে বোলিং এর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে আইএলএস টিম সীমিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রান সংগ্রহ করে। দলের পক্ষে প্রলয় দাস সর্বাধিক ৪৩ রান পায় ৩৩ বল খেলে। এছাড়া নারায়ণ বিশ্বাস ও শুভম সাহা দুজনেরই ১৬ করে রান উল্লেখযোগ্য। অমরজিৎ সরকার অপরাজিত থেকে ১৪ রান সংগ্রহ করেছিল। সাংবাদিক বিনোদন ক্লাবের অনির্বাণ দেব ৮ রানের বিনিময়ে দুটি উইকেট পেয়ে বেশ সাফল্য পেয়েছে। এছাড়া, অভিষেক দে, জাকির হোসেন এবং মনোজিৎ দাস প্রত্যেকে দুটি করে এবং রাহুল চক্রবর্তী একটি উইকেট পেয়েছে। প্রত্যুত্তরে ব্যাট করতে নেমে জেআরসি-র ব্যাটার্সরা প্রায় সমান্তরালভাবে এগিয়ে ১৭ ওভার ৪ বল খেলে ৪ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে ওপেনার মেঘধন দেব ৪৭ বল খেলে অপরাজিত ভূমিকায় ৬১ রান সংগ্রহ করে দলকে জয়ে পৌঁছানোর পাশাপাশি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিও জিতে নেয়। এছাড়া অরূপ সিংহ রায়ের ২৭ রান ও প্রসেনজিৎ সাহার ১৬ রান ও উল্লেখযোগ্য।

 আইএলএস টিমের অমরজিৎ সরকার ১৮ রানে দুটি উইকেট পেয়েছে। এছাড়া, আনোয়ার আলী ও প্রলয় দাস একটি করে উইকেট পেয়েছিল। ম্যাচকে রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছানোর পেছনে দু দলের অন্যান্য খেলোয়াড়রা যেমন মনোজ কুমার দেবনাথ, ডা: টি নরেশবাবু, ডা: গৌরব শ্রীবাস্তব,  অর্ঘ্য আচার্য, সুরজিৎ দাস, জয়ন্ত চক্রবর্তী, কৌশিক দেবনাথ এবং সুব্রত দেবনাথ, মৃদুল চক্রবর্তী, বিশ্বজিৎ দেবনাথ, বাপন দাসের ভূমিকা অনস্বীকার্য। ম্যাচ পরিচালনায় ছিলেন আম্পায়ার সুকান্ত সাহা, মোঃ আলাউদ্দিন ও বাপন হোসেন। খেলা শেষে মাঠেই এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে আইএলএস হসপিটালের ম্যানেজমেন্ট মার্কেটিং এক্সিকিউটিভ মনোজ কুমার দেবনাথ, জেআরসি-র প্রেসিডেন্ট তথা সিনিয়র সাংবাদিক সুপ্রভাত দেবনাথ এবং সচিব অভিষেক দে প্রমুখ বিজয়ীদের হাতে সুদৃশ্য ট্রফি তুলে দেন। বন্ধুত্বপূর্ণ এই ম্যাচের মধ্য দিয়ে দু দলের সম্প্রীতির মেলবন্ধন আরো সুদৃঢ় হচ্ছে বলে আগামী দিনেও তা জারি রাখার অভিপ্রায় ব্যক্ত করে দুদলের ব্যবস্থাপক তথা আইএলএস হসপিটাল টিম ক্যাপ্টেন মনোজ কুমার দেবনাথ ও জেআরসি-র টিম ক্যাপ্টেন অভিষেক দে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *