BRAKING NEWS

নেপালের বিমান দুর্ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ১৫ জানুয়ারি (হি. স.) : নেপালের বিমান দুর্ঘটনা কাণ্ডে শোকপ্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার ট্যুইট করে শোকপ্রকাশ করেছেন তিনি। জানিয়েছেন সমবেদনা এবং প্রার্থনা।

মুখ্যমন্ত্রী নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে লেখেন, নেপালের পোখারা বিমান দুর্ঘটনার ফলে বহু মানুষের প্রাণহানির খবরে তিনি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, ওই বিমানে ছিলেন ভারতের ৫ যাত্রী। তাঁরা সহ আহত বহু। সকলের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। রবিবার অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে ওই বিমান। আগুন লেগে যায়। নেপাল প্রশাসন সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে কাঠমাণ্ডু পোস্ট জানিয়েছে, ৬৮জন যাত্রীর মধ্যে পাঁচজন ভারতীয়। রাশিয়ার চারজন। একজন আয়ারল্যান্ডের, দক্ষিণ কোরিয়ার দুই জন। দুর্ঘটনার খবর পাওয়ার পর সংশ্লিষ্ট দেশের তরফ থেকে নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়। রবিবারের দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৪০টি দেহ উদ্ধার করা হয়েছে। হতযাত্রীদের পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে। আহতরা চিকিৎসাধীন। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বিমানের ব্ল্যাকবক্স উদ্ধার চেষ্টা চলছে। প্রধানমন্ত্রী পুষ্ক কুমার দাহাল এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি কাঠমাণ্ডুর উদ্দেশ্যে রওনা দিয়েছেন।পরে মন্ত্রিসভার জরুরী বৈঠক করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *