BRAKING NEWS

এমবি টিলা বাজার কমপ্লেক্সের নির্মাণ কাজের শিলান্যাস বর্তমান সরকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি,আগরতলা, ১৪ জানুয়ারি৷৷ রাজ্যের বর্তমান সরকার উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে বিশ্বাসী৷ তাই সমাজের প্রতিটি স্তরের মানুষের উন্নয়নে সরকার কাজ করছে৷ আজ অরুন্ধতীনগরস্থিত এমবি টিলা বাজার কমপ্লেক্সের নির্মাণ কাজের শিলান্যাস করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরের বড় বাজারগুলোর বেশির ভাগই বড়দোয়ালী বিধানসভা কেন্দ্রে অবস্থিত৷ এই বাজারগুলোকে কিভাবে আরও আধুনিকভাবে গড়ে তোলা যায় সে বিষয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে৷ পাশাপাশি বাজারগুলোর উন্নতিকরণে ব্যবসায়ীদেরও আন্তরিক প্রচেষ্টা নিতে হবে৷ বাজারগুলোতে যাতে কোনও ধরণের কালোবাজারি না হয় সে বিষয়েও ব্যবসায়ীদের সর্তক দৃষ্টি রাখার আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বাজারগুলোর শুধু উন্নয়ন করলেই হবেনা৷ ক্রেতা বিক্রেতার মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার উপরও গুরুত্ব দিতে হবে৷ পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে ক্রেতাদের সঙ্গে মতবিনিময়ের জন্যও ব্যবসায়ীদের দায়িত্ব নেওয়া প্রয়োজন৷ মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বর্তমান সরকার সমাজের প্রতিটি অংশের জনগণের ভাবনা-চিন্তা ও মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করছে৷ জনগণকে দূর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন উপহার দেওয়াই সরকারের লক্ষ্য৷ বিগত সরকারের আমলে প্রতিটি ক্ষেত্রেই দূর্নীতিতে ভরা ছিল৷ সে সময় মানুষের মতামতের কোনও গুরুত্বও দেওয়া হতোনা৷ কিন্তু বর্তমান সরকার স্বচ্ছতার মনোভাব নিয়ে কাজ করার ফলেই রাজ্যের আইন শৃঙ্খলা যথেষ্ট উন্নতি হয়েছে৷
অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজমদার বলেন, আগরতলা শহরের ১০টি বড় বাজারের মধ্যে অন্যতম বাজার হচ্ছে এমবি টিলা বাজার৷ দীর্ঘদিন ধরেই এই বাজারটি বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল৷ কিন্তু তৎকালীন পুর নিগমের প্রশাসকরা এই বাজারের সমস্যা দূরীকরণে সঠিক কোন উদ্যোগ নেয়নি৷ এলাকার বিধায়ক হিসেবে মুখ্যমন্ত্রী এই বাজারের উন্নয়নের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছেন৷ ফলে বাজারটি আগামীদিনে আগরতলা শহরের অন্যতম আধুনিক বাজার হিসেবে গড়ে উঠবে বলে মেয়র আশা ব্যক্ত করেন৷
এমবি টিলা বাজার কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে এছাড়াও ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, কর্পোরেটর অভিজিৎ মল্লিক, কর্পোরেটর অলক রায়, পুর নিগমের অতিরিক্ত কমিশনার মহঃ সাজ্জাদ প্রমুখ উপস্থিত ছিলেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *