BRAKING NEWS

রাজ্যের প্রতিটি ব্লকে কৃষি মহকুমা কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারী৷৷   কৃষকদের আয় ২০২২-২৩ এর মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে৷ সরকার রাজ্যের প্রতিটি ব্লকে ক’ষি মহকুমা কার্যালয় স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছে৷ ক’ষকদের আরো কাছ থেকে ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের পরিষেবা প্রদান করার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে৷ আজ ভারতচন্দ্রনগর ক’ষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের উদ্বোধন করে একথাগুলি বলেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ তিনি বলেন, ক’ষকরা আমাদের মূল অন্নদাতা৷ আগে রাজ্যে ৫৮টি ব্লক থাকলেও ক’ষি মহকুমা ছিল ৩৬টি৷ বর্তমান সরকার নতুন নতুন ক’ষি মহকুমা স্থাপন করছে৷ ভারতচন্দ্রনগর ক’ষি মহকুমা হল ৪১তম ক’ষি মহকুমা৷ আজ পোয়াংবাড়ি ক’ষি মহকুমাও পথ চলা শুরু করবে৷ তার সঙ্গে দক্ষিণ ত্রিপুরার ৮টি ব্লকে ৮টি ক’ষি মহকুমা চালু হবে৷ তিনি আরও বলেন, সরকার ক’ষকদের কল্যাণে সদা সচেতন, ক’ষি উৎপাদন বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিয়েছে৷ উৎপাদিত ক’ষি পণ্য বিক্রির ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে৷ ক’ষকদের এখন পর্যন্ত ১৩৮৬ কোটি টাকা কেসিসি লোন দেওয়া হয়েছে৷ এ রাজ্যে ২ লক্ষ ৪৩ হাজারের বেশী ক’ষক কিষাণ সম্মান নিধির মাধ্যমে ৫১০ কোটির বেশী টাকা পেয়েছেন৷ ফসলবীমা যোজনায় ৮ লক্ষের উপর ক’ষক উপক’ত হয়েছে৷ তিনি বলেন, বর্তমান সরকার আসার পর ক’ষকরা বিভিন্ন প্রকল্পে মোট ৬০০ কোটি টাকা সাবসিডি পেয়েছে৷ আগে ক’ষকদের মাথাপিছু আয় ছিল ৬৩৮০ টাকা৷ ২০২১-২২ অর্থবছরে হয় ১১০৯৬ টাকা৷ ২০২২-২৩ অর্থবছরে তা দ্বিগুণ হবে৷ উল্লেখ্য, ভারতচন্দ্রনগর ক’ষি মহকুমায় মোট ৬৪১১টি ক’ষক পরিবার রয়েছে৷ আগে ভারতচন্দ্রনগর ব্লকটি রাজনগর ক’ষি মহকুমার অন্তর্ভক্ত ছিল৷ আজ ভারতচন্দ্রনগর ব্লকের অন্তর্গত সুুকান্তনগর প’ায়েতের বল্লামুখস্থিত বিলোনীয়া ক’ষি সেক্টর অফিস কমপ্লেে’ ভারতচন্দ্রনগর ক’ষি তত্ত্বাবধায়ক কার্যালয়ের পথচলা শুরু হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি কাকলী দাস দত্ত, ভারতচন্দ্রনগর প’ায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস, সমাজসেবী গৌতম সরকার প্রমুখ৷ স্বাগত বক্তব্য রাখেন ক’ষি ও ক’ষক কল্যাণ দপ্তরের অধিকর্তা শরদিন্দ দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *