BRAKING NEWS

দ্বিমুকুট এগিয়ে চলো’র, রানার্স ফরোয়ার্ড আজ শুধু সেই মুহূর্তের অপেক্ষায়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জানুয়ারি।।রাখাল শিল্ডের পর এবার চন্দ্র মেমোরিয়াল লিগ। রানার্স খেতাব নিয়েই সন্তুষ্ট থাকতে হলো ফরোয়ার্ড ক্লাবকে। তবে ফরোয়ার্ডের ফুটবলাররা আজ গলা ফাটাবেন জুয়েলসের হয়ে। অঘটন ঘটিয়ে যদি জুয়েলস আজ এগিয়ে চলোকে পরাজিত করতে পারে তাহলে গোল পার্থক্যে খেতাব জয়ের সম্ভাবনা চলে আসতে পারে সুভাষ বসু-‌র দলের সামনে। আপাতত এগিয়ে চলোর সঙ্গে পয়েন্ট তালিকায় একই স্থানে রয়েছে ফরোয়ার্ড। দু-‌দলেরই পয়েন্ট ৬। তবে এগিয়ে চলো এক ম্যাচ কম খেলেছে। সোমবার সুপার ফোরের অন্যতম ম্যাচে লালবাহাদুরকে ২-‌৪ গোলের ব্যবধানে হারিয়ে অন্তত দ্বিতীয় স্থানটা নিশ্চিত করতে সক্ষম হলো ফরোয়ার্ড ক্লাব। তবে ফরোয়ার্ড বনাম লালবাহাদুর ক্লাবের ম্যাচের শুরুটা কিন্তু এদিন খুব একটা ভালো করতে পারে নি ফরোয়ার্ড ক্লাব। অন্তত তাদের শক্তির নিরিখে এটা বলাই শ্রেয়। প্রথমার্ধে ৬ এবং ১৬ মিনিটে যে দুটো ওপেন সুযোগ হাতছাড়া করলো ফরোয়ার্ড শিবির, তা ক্ষমার অযোগ্য। আর তাতেই চেপে বসে লালবাহাদুর। ২৪ মিনিটে সুরজ জাল নাড়িয়ে দেয় ফরোয়ার্ড ক্লাবের। গোলটা হজম করে পাল্টা তা পরিশোধ করতে প্রথমার্ধে যে মানের খেলাটা দরকার ছিল ফারোয়ার্ডের তা কিন্তু দেখা গেল না। ১-০ তে বিরতি ঘটে ম্যাচের। বিরতির পর খেলায় আমূল পরিবর্তন ফরোয়ার্ড ক্লাবের। একের পর এক আক্রমণ লালবাহাদুরের রক্ষণভাগে চিড় ধরে। এক মিনিটের ব্যবধানে দুই গোল হাসিল করে নেয় ফরোয়ার্ড ক্লাব। গোলগুলো করেন ৬৪ মিনিটে বসন্ত সিং এবং ৬৫ মিনিটে সানা। পিছিয়ে থেকে এবার লিড ফরোয়ার্ডের দখলে। পাল্টা আক্রমণ লালেদের।  ৮৫ মিনিটে লাকপার গোলে আবার ও সমতায় ফিরে আসে লালবাহাদুর ক্লাব। ২-২ অবস্থান। এই জায়গাতেই বাজিমাত করে দেয় সুভাষ বসু-‌র ছেলেরা। দ্বিতীয়ার্ধের আর কিছু সময় বাকি ছিলো। ওই সময়ই যেন সুনামি আসে। ফরোয়ার্ডের ফুটবলারদের আনা সুনামিতে তলানিতে গিয়ে ঠেকে লালবাহাদুরের যাবতীয় প্রতিরোধ।  অবশিষ্ট সময়টাতে ফরোয়ার্ড আরো দুই গোল আদায় করে নেয়। গোল গুলো করেন বিদেশি চিজুবা এবং চতুর্থ গোলটি করেন বনিসন। অবশেষে ফরোয়ার্ড ক্লাব ৪-২ গোলে জয় আদায় করে নিলো। খেলা পরিচালনা করেন অভিজিৎ দাস। ম্যাচের সেরা ফুটবলার হলেন ফরোয়ার্ড ক্লাবের বসন্ত সিং। আগামীকাল সুপার লিগের শেষ ম্যাচে এগিয়ে চলো সংঘ খেলবে জুয়েলস এসোসিয়েশনের বিরুদ্ধে। তাতে জয়, পরাজয়, ড্র – রেজাল্ট যাই হোক না কেন, লীগ চ্যাম্পিয়নের হাতছানি এগিয়ে চলো সংঘের দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *