BRAKING NEWS

নববর্ষেই লাউদোহায় বেসরকারী রড কারখানা বন্ধ করল মালিকপক্ষ, বিক্ষোভ শ্রমিকদের

দুর্গাপুর, ১ জানুয়ারি (হি. স.) বছরের প্রথমদিন নববর্ষের উৎসব মাতোয়ারা যখন গোটা বিশ্ব। অন্যদিকে তখন দুর্গাপুরের লাউদোহায় বিষাদের সুর। কারখানা বন্ধ করে দিল কর্তৃপক্ষ। গেটে ঝুললো তালা। কারখানা খোলার দাবিতে বিক্ষোভ ফেটে পড়ল কর্মহীন শ্রমিকরা। রবিবার এমনই ঘটনার সাক্ষী রইল লাউদোহার সরপি এলাকা।

দুর্গাপুর-ফরিদপুর ব্লকের সরপি মোড়ে রয়েছে বেসরকারি ওই রড উৎপাদন কারখানা। গতকাল রাতের শিফটে অন্যান্য দিনের মতোই কাজ হয় ওই কারখানায়। কিন্তু রবিবার সকালে কারখানার গেটে সাময়িক কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। নোটিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা। রবিবার যখন দেশ জুড়ে চলছে ইংরেজি নববর্ষ পালনের উৎসবের মাতোয়ারা। বছরের প্রথম দিন পিকনিকের উৎসব আনন্দ হইহুল্লোড় ব্যাস্ত। তখন কাজ হারিয়ে ক্ষোভে ফেটে পড়ল লাউদোহার সরপির ওই বেসরকারী রড তৈরীর কারখানার শ্রমিকেরা। কারখানা বন্ধের ফলে ইংরেজি নববর্ষের প্রথম দিনেই কাজ হারালেন ওই কারখানার ৩১ জন শ্রমিক।
বিক্ষোভরত সুভাষ রুইদাস, সন্দীপ বাউরী, মনেশ রুইদাস প্রমুখ কর্মহীন হয়ে পড়া শ্রমিকরা জানান,” শনিবার রাতে শিফট ও কারখানায় কাজ হয়েছে। সকালে কাজ শেষ হতেই কারখানার গেটে বন্ধের বিজ্ঞপ্তি দেখতে পাই। বিশেষ কারণে আপাতত একমাস কারখানা বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়। শ্রমিকদের আশঙ্কা কারখানাটি চিরতরে বন্ধ করে দেওয়া চক্রান্ত।” শ্রমিকরা জানান,” কারখানা বন্ধ করা হলে নিয়ম অনুযায়ী তাদের তিন মাসের বেতন ও অন্যান্য আর্থিক সুযোগ-সুবিধা দেওয়ার হয়। কিন্তু সেব কোন ক্ষতিপুরণ দেওয়া হয়নি। তাই কারখানা পুনরায় চালুর দাবীতে এদিনের বিক্ষোভ। যদিও এবিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায় জানান,” কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *