BRAKING NEWS

সরকারি ন্যায্যমূল্যের দোকান পরিদর্শনে গোমতী জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ ডিসেম্বর৷৷ আজাদি কা অমৃত মহোৎসবের অঙ্গ হিসেবে গতকাল গোমতী জেলার জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল উদয়পুর মহকুমার অন্তর্গত সরকারি ন্যায্যমূল্যের দোকান খিলপাড়া শপ নং-১ এবং ৪ পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় জেলাশাসক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন৷ ভোক্তারা রেশনের পরিষেবা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন৷ এছাড়া রেশনের মাধ্যমে সরিষার তেল দেওয়ার দাবি জানান৷ লবণের প্যাকেটের গুণমান যাতে ভালো হয় সেদিকটি দেখার জন্য ভোক্তারা জেলাশাসকের কাছে অনুরোধ করেন৷ ডিজিটাল লেনদেনকে উৎসাহিত করার জন্য জেলাশাসক শ্রীরতিলাল প্রত্যেকটি রেশনশপে কিউ আর কোড খোলার জন্য এবং রেশন কার্ডের সঙ্গে ভোক্তাদের মোবাইল নম্বর সংযুক্তিকরণের জন্য ডিলারদেরকে নির্দেশ দেন৷ পরিদর্শনের সময় জেলাশাসকের সঙ্গে উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলা পঞ্চায়েত আধিকারিক অনিরুদ্ধ ভট্টাচার্য এবং উদয়পুর মহকুমা ফুড কন্ট্রোলার অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *