ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর।।লো-স্কোরিং ম্যাচে জয় পেলো জোলাইবাড়ি স্কুল । ১৪ রানে পরাজিত করলো বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলকে। খগেন্দ্র মোহন ত্রিপুরার দুরন্ত বোলিংয়ের সুবাদে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৩ ক্রিকেটে।জোলাইবানি স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে জোলাইবাড়ি স্কুল প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ২৬.১ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৪৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৯ রান করে দ্বীপ মহাজন। বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুলের পক্ষে দীপায়ন রায় (৩/১৪), জিৎ ধর (৩/২১) এবং সুবর্ণ শীল (২/১) সফল বোলার। জবাবে খেলতে খগেন্দ্র মোহন ত্রিপুরার (৪/১৩) দুরন্ত বোলিংয়ে মাত্র ৩৪ রানে গুটিয়ে যায় বাইখোড়া ইংলিশ মিডিয়াম স্কুল। দল সর্বোচ্চ ৮ রান পায় অতিরিক্ত খাতে। চরকবাই স্কুল মাঠে অপর ম্যাচে উত্তর তাউখোমা স্কুল ৯ উইকেটে পরাজিত করে রেক্স ক্লাবকে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে অমিত নোয়াতিয়া (৪/১০) এবং সুবল নোয়াতিয়ার (৩/৫) দুরন্ত বোলিংয়ে রেক্স ক্লাব মাত্র ২৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বিষ্ণু মুড়াসিং ১১ রান করে। জবাবে খেলতে নেমে উত্তর তাউখোমা স্কুল ৫.৫ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে দলনায়ক প্রশান্ত সেন ১২ রান করে অপরাজিত থেকে যায়।
2022-12-26