সাব্রুম(ত্রিপুরা), ২৫ ডিসেম্বর (হি. স.) : দেবরের হাতে আক্রান্ত বড় ভাইয়ের স্ত্রী । শনিবার সাব্রুম মহকুমার রমেন্দ্র নগর এলাকায়র এই ঘটনায় রবিবার সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সমর গোপের ছোট ভাই অর্থাৎ তরুলতা গোপের দেবর দোলন গোপের বিরুদ্ধে।
ঘটনার বিবরণে জানা যায় গত ২৪ শে ডিসেম্বর শনিবার বিকাল আনুমানিক চারটার সময় রমেন্দ্রনগর এলাকার বাসিন্দা সমর গোপ এর স্ত্রী তরুলতা গোপ অন্যান্য দিনের মতো গৃহস্থলীর কাজ করছিল তখনই হঠাৎ করে সমর গোপের ভাই দোলন গোপ পূর্বের বিষয় নিয়ে কথা কাটাকাটির পর হঠাং সমর গোপের স্ত্রী তরুলতা গোপকে বেধড়ক ভাবে মারধর করে বলে জানা যায় । পরবর্তী সময়ে তার চিৎকার শুনে এলাকাবাসী ও পরিবারের অন্যান্য লোকজন বেরিয়ে আসতেই দোলন গোপ সেখান থেকে পালিয়ে যায়। পরে তরুলতা গোপের ছোট ছেলে তাকে সাব্রুমা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে সাব্রুম মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে আহত তরুলতা গোপ এর। এই ঘটনার খবর শুনতে পেয়ে আহত তরুলতা গোপের বড় ভাই আজ অর্থাৎ ২৫শে ডিসেম্বর সাব্রুম মহকুমা হাসপাতালে এসে তার বোনের সঙ্গে কথাবার্তা বলে এবং সমস্ত বিষয়টি জানারপর তরুলতা গোপের বড় ভাই তাকে সাবরুম থানায় মামলা করার পরামর্শ দেয় । পরবর্তী সময়ের তরুলতা গোপ রবিবার অর্থাৎ ২৫ ডিসেম্বর সাবরুম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সমর গ্রুপের ছোট ভাই অর্থাৎ তরুলতা গোপের দেবর দোলন গোপের বিরুদ্ধে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তরুলতা গোপের বড় ভাই মনোরঞ্জন রায় জানান দীর্ঘদিন ধরেই শ্বশুরবাড়িতে শারীরিক অত্যাচারের শিকার হচ্ছে তার বোন এবং তার অভিযোগ সবকিছু জেনেও নিরব থাকছে তার বোনের জামাই সমর গোপ ।

