BRAKING NEWS

বড়‌দিন পাল‌নের প্রস্তু‌তি চূড়ান্ত বৃহত্তর পাথারকা‌ন্দি‌তে

পাথারকা‌ন্দি (অসম), ২৪ ডিসেম্বর (হি.স.) : প্রভু জিশুখ্রি‌ষ্টের জন্ম‌দিন উপল‌ক্ষ্যে আগামীকাল ২৫ ‌ডি‌সেম্বরের দিন‌কে সাড়ম্ব‌রে পালন ক‌র‌তে গত কয়েকদিন ধ‌রে বৃহত্তর পাথারকান্দির প্রতি‌টি ছোট বড় গির্জাঘর‌কে নতুনভাবে বাহা‌রি সা‌জে সা‌জি‌য়ে তোলা হ‌য়েছে। ইতিমধ্যে বড়দিন পালনের প্রস্তুতিও চূড়ান্ত।

রকমা‌রি আলোর রোশনাই সহ টু‌নি সে‌টের বাহা‌রি ছোঁয়া‌য় দৃ‌ষ্টিনন্দন ক‌রে তোলা হ‌য়েছে পাথারকা‌ন্দির সবক‌য়টি চার্চকে। এলাকার বৈঠাখাল, মা‌নিকবন্দ, মাকুন্দা, ছব‌ড়ি, বাদশা‌হি‌টিলা, দশ‌ডেওয়া, ছয়‌ডেওয়া, চুড়াইবা‌ড়ি, ক‌ড়িখাই, মাগুরছড়া, পা‌তিয়ালা, খু‌লিছড়া, বা‌লিয়া, টা‌ঙ্গিয়া, মেদ‌লি, যো‌গিছড়া, ক‌ন্টেকছড়া, বা‌লি‌পিপলা, ছাগাল‌মোয়া প্রভৃ‌তি অঞ্চ‌লের প্রায় কু‌ড়ি‌টি গির্জায় পা‌লিত হ‌বে বড়‌দিনের উৎসব‌। এ নি‌য়ে সংশ্লিষ্ট এলাকার খ্রিষ্টধর্মাল‌ম্বী‌ মহ‌লে সাজ সাজ রব উঠেছে।

বড়‌দি‌নের আগে আজ বাড়ি বাড়ি চল‌বে পিঠেপুলি সহ রকমারি খাবারের আয়োজন। তাছাড়া বড়‌দি‌নের উৎস‌বে অনুষ্ঠিত হ‌বে সাংস্কৃ‌তিক অনুষ্ঠানও। খ্রিষ্টধর্মাল‌ম্বীদের ম‌ধ্যে রোমান ক্যাথ‌লিক, ব্যাপিস্ট, প্রেস‌বেটে‌রিয়ান, প্রটেস্টান ইত্যা‌দি গোষ্ঠীতে শ্রেণি বিন্যাস থাক‌লেও এদিন সবাই মি‌লে একাকার হ‌য়ে উৎসব‌ পালন ক‌রেন। খুশির এই উৎসবকে কেন্দ্র করে পরস্প‌রের ম‌ধ্যে শু‌ভেচ্ছা বার্তা ও গ‌রিব জনগ‌ণের ম‌ধ্যে দান সামগ্রীও বণ্টন ক‌রা হয়।

আগামীকাল রবিবার সকা‌ল নয়টায় প্রতি‌টি গির্জায় ফাদা‌রের উপ‌স্থি‌তি‌তে অনুষ্ঠিত হ‌বে সম‌বেত প্রার্থনা সহ বাইবেল পাঠ। প‌রে গ‌ভীর রাত পর্যন্ত চলবে সাংস্কৃ‌তিক অনুষ্ঠা‌ন। এদিন অনেকে কাল্প‌নিক দূত সান্তাক্লোজ সে‌জেও শিশু‌দের ম‌ধ্যে ফল ও চক‌লেট বিতরণ ক‌রবে।

এদিকে বড়দিন উপলক্ষ্যে নিজের নির্বাচন কেন্দ্রের প্রত্যেক খ্রিষ্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন বিধায়ক কৃষ্ণেন্দু পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *