BRAKING NEWS

 উমাকান্ত ময়দানেও বিশ্বকাপের উন্মাদনা 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ ডিসেম্বর।।কাতারের লোসাইন আইকোনিক স্টেডিয়ামের ফাইনাল ম্যাচের আঁচ কিন্তু লেগেছিলো আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে। ভারতীয় সময় রাত সাড়ে ৮ টায় ম্যাচ শুরু হয় কাতারে। সেই সঙ্গে উমাকান্ত মিনি স্টেডিযাম পরিনত হয়েছিলো  আন্তর্জাতিক কোনও ফুটবল স্টেডিয়ামে। এল ই ডি জায়েন্টস স্ক্রীনে খেলা দেখতে এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। ফ্রান্স-‌ আর্জেন্টিনার ফাইনাল ম্যাচের উত্তাপ ছড়িয়ে পড়েছিলো মাঠে উপস্থিত দর্শকদের মধ্যেও। কেউ বলছে ফ্রান্স আবার কেউ আর্জেন্টিনা। এমবাপে-‌মেসির লড়াই দর্শকদের মধ্যে এনে দিয়েছিলো এক অন্যমাত্রা। বাদ যাননি কেন্দ্রীয় প্রতি মন্ত্রী প্রতিমা ভৌমিকও। তিনি মাঠে উপস্থিত থেকে উপভোগ করলেন ফুটবলের উন্মাদনা। ছিলেন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রণব সরকার সহ অন্যাণ্য কর্মকর্তারাও। টান টান উত্তেজনায় একেবারেই মাঠে উপস্থিত দর্শকরাও মেতেছিলেন। কে হবেন চ্যাম্পিয়ন?‌ প্রশ্ন ছিলো সবার মনেই। দর্শকদের গগনস্পর্শী চিৎকারে এদিন উমাকান্ত মাঠ রূপ নিয়েছিলো বিশ্ব ক্রীড়াঙ্গনের একটি মঞ্চ হিসাবে। মাঠে উপস্থিত দর্শকরা বিভক্ত হয়ে গিয়েছিলো দুটি ভাগে। কেউ ফ্রান্স আবার কেউবা আর্জেন্টিনা। খেলা চলাকালিন একে অপরের বিরুদ্ধে চলে গিয়েছিলেন তারা। খেলা শেষে সেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আবারও কোনও ফুটবল আসরে দেখা হবে এই ভাবে। সেই প্রত্যাশা রেখেই সবাই ফিরে গেলেন নিজের আস্থানায়। এধরনের সুযোগ করে দেওয়ায় ক্রীড়া প্রেমীরা শুভেচ্ছা জানিয়েছেন উদ্যোক্তাদের।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *