BRAKING NEWS

বাগানবাজারে রাজনৈতিক সংঘর্ষের ঘটনায়৬ বিজেপি কর্মীর বিরুদ্ধে মামলা করল সিপিএম

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১৭ ডিসেম্বর৷৷ বাগান বাজারের রাজনৈতিক সংঘর্ষের প্রায় ২৪ ঘন্টা পর শাসক দলের কর্মীদের দ্বারা সিপিআইএম দলের উপর আক্রমণ সংগঠিত করা সহ ছিনতাই এবং ভাঙচুরের অভিযোগ এনে থানার দ্বারস্থ হলো সিপিআইএম দল৷ দলের এক প্রতিনিধি দল আজ অর্থাৎ শনিবার সকালে কল্যাণপুর থানার ওসি তাপস মালাকারের সাথে দেখা করে গতকালকের ঘটনার বিবরণ তুলে ধরে মোট ছয় জনকে অভিযুক্ত করে অভিযোগ করেন৷ অভিযুক্তরা হলেন- ১) কালিদাস দেব, পিতা – মৃত সুনীল দেব, ২) কাজল দেব, পিতা – কালিদাস দেব, ৩) জয়ন্ত তাঁতী ( পঞ্চায়েত সদস্য), পিতা – শ্রী নারায়ণ তাঁতী, ৪) দিলীপ কুরমি, পিতা- মৃত মনিরাম কূর্মি, ৫) কিশোর সরকার, পিতা মৃত বিজন সরকার এবং ৬) বিধান দাস, পিতা – মৃত বিহারী দাস৷ সিপিআইএম দলের প্রতিনিধি দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের কাছে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার দাবি জানান৷
এই প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে ছিলেন সিপিআইএম খোয়াই জেলা সম্পাদক ড: রঞ্জিত দেববর্মা, পার্টির রাজ্য কমিটির সদস্য প্রাক্তন বিধায়ক মনিন্দ্র চন্দ্র দাস, জেলা নেতৃত্ব সুভাষ নাথ, সিপিআইএম খোয়াই জেলা কমিটির সদস্য গায়ত্রী দত্ত এবং কল্যাণপুর অঞ্চল কমিটির সম্পাদক সমীর চক্রবর্তী৷ সাংবাদিকদের সাথে কথা বলার সময় সিপিআইএম জেলা সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা গতকালকের রাজনৈতিক সন্ত্রাসের ঘটনার তীব্র ভাষায় নিন্দা জানান৷ শ্রী দেববর্মা অভিযোগ করে বলেন গতকাল বাগানবাজার চা বাগান এলাকার এক বামপন্থী কর্মীর মৃত্যুর পর ওই কর্মীর নিকটআত্মীয় বা পরিবার-পরিজনদের সাহায্য সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট এলাকার এক বাড়িতে বসে যখন দলের নেতা কর্মীরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন, তখন অতর্কিতভাবে বিজেপি দলের কিছু লোক ভারত মাতার জয়ধবনি তুলে তাদের উপর ধারালো অস্ত্র শস্ত্র, তীর ধনুক এবং লাঠি নিয়ে আক্রমণ সংঘটিত করে৷ এই আক্রমণে দলের একাধিক কর্মী সমর্থক আহত হন বলে রঞ্জিত দেববর্মা দাবি করেন৷ পাশাপাশি তিনি এটাও অভিযোগ করেন যে ঘটনাস্থলে থাকা পার্টি কর্মীদের বাইক এবং সুকটিতেও ভাঙচুর চালানো সহ নগদ টাকাপয়সা লুট করে নিয়ে যাওয়া হয়৷ এই ঘটনার পরিপ্রেক্ষিতে রঞ্জিত দেববর্মা বলেন যে সমস্ত পার্টি কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে , বাইক সুকটি ভাঙচুর করে লুটপাট করা হয়েছে তাদের বিরুদ্ধেই পুলিশ ব্যবস্থা গ্রহণ করেছে যা নিন্দনীয়৷ তিনি বলেছেন সিপিআইএম দল আশাবাদী পুলিশ প্রশাসন গোটা ঘটনার উপযুক্ত তদন্তক্রমে প্রকৃত দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *