BRAKING NEWS

৪১তম জাতীয় যোগার আসর পুদুচেরিতে, শ্যামসুন্দর কো়ং জুয়েলার্সের বিশেষ উদ্যোগ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর।।  আগামী ২৬ থেকে ২৮ ডিসেম্বর পুদুচেরিতে অনুষ্ঠিত হতে চলেছে ৪১-তম জাতীয় যোগ ব্যায়াম প্রতিযোগিতা। ওই প্রতিযোগিতায় অংশ নিতে চলা ত্রিপুরা যোগা দলের জার্সি, ভ্রমণ সহ ৭ দিনের প্রশিক্ষণ শিবির সম্পর্কিত সব কিছুরই দায়িত্ব নিয়েছে শ্যামসুন্দর কোং জুয়েলার্স। আজ বিকেলে আগরতলা প্রেসক্লাবের কনফারেন্স হলে এই নিয়ে এক বিশেষ প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যোগা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব বয়স ও গ্রুপের ৪৩ সদস্যের পুরুষ ও মহিলা দল এবং প্রশিক্ষকগণেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার লক্ষ্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাদের হাতে নতুন জার্সি ও স্পনসরশিপ-এর সোয়া লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। এদিনের অনুষ্ঠানে তিনজন বিশিষ্ট যোগব্যায়াম অনুশীলনকারী ড. যীশু চক্রবর্তী, অজয় চৌধুরী এবং শ্রীমতি বীণাপাণি দেবনাথকে তাঁদের অবদানের জন্য সম্মানিত করা হয়। এই বিশেষ প্রেস প্রিভিউতে পৌরহিত্য করেন শ্যামসুন্দর কোং জুয়েলার্স-এর ডিরেক্টর তথা ত্রিপুরা যোগা অ্যাসোসিয়েশনের সভাপতি রুপক সাহা। সংস্থার সচিব দিব্যেন্দু দত্ত, কোচ নিরঞ্জন ভট্টাচার্য প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, জাতীয় যোগা ব্যায়াম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৬ জন যোগা খেলোয়ারের নিয়ে আগামী ১২ থেকে ১৮ ডিসেম্বর এনএসআরসিসি-র যোগা হল-এ এক অনাবসিক প্রশিক্ষণ পর্ব চলছে। যোগা খেলোয়ার ও প্রশিক্ষকগণের প্রয়াস থাকবে এবারের রাজ্য দল যেন গতবারের রানার্স-আপ খেতাবকে ছাপিয়ে সর্বভারতীয় স্তরে শ্রেষ্ঠত্বের নজির ঘটতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *