BRAKING NEWS

জনজাতিদের মানসিক দিক থেকে উন্নত হতে হবে ঃ মন্ত্রী রামপদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ জনজাতিদের মানসিক দিক থেকে উন্নত হতে হবে৷ সরকারী চাকুরী মানেই বসে বসে সময় নষ্ট করা নয়৷ মঙ্গলবার আগরতলা টাউন হলে এ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কথা বললেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জামাতিয়া৷ জনজাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে মঙ্গলবার প্রাথমিক ক্লাসের জন্য সম্পূরক শিক্ষার অধীনে বিশেষ কোচিং সেন্টারগুলির টিউটর এবং তত্ত্বাবধায়ক ও মনিটরিং কমিটির সভাপতিদের নিয়ে একদিবসীয় অভিযোজন কার্যক্রম অনুষ্ঠিত হয়৷ টাউন হলে একদিবসীয় অভিযোজন কার্যক্রমের উদ্বোধন করেন মন্ত্রী রামপদ জমাতিয়া৷ উপস্থিত ছিলেন বিধায়ক ডাঃ অতুল দেববর্মা, জনজাতি কল্যাণ দপ্তরের সচিব এল টি ডার্লং, বুনিয়াদী শিক্ষা অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য , জনজাতি কল্যাণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা এ এইচ জমাতিয়া সহ অন্যান্যরা৷ প্রাথমিক ক্লাসের জন্য সম্পূরক শিক্ষার অধীনে বিশেষ কোচিং সেন্টার গুলির  টিউটর এবং তত্ত্বাবধায়ক ও মনিটরিং কমিটির সভাপতিদের ভূমিকা গুরুত্ব পূর্ণ৷ প্রতিমাসে ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে বৈঠক করতে হবে৷ তাদের দায়িত্ব কি সেই সম্পর্কে অবগত করতে হবে৷ এদিন অনুষ্ঠানের পর কোচিং সেন্টার গুলির টিউটর এবং সভাপতিদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়৷ জনজাতি মেধাবী ছাত্রীদের হাতে ট্যাব তুলে দেন অতিথিরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *