BRAKING NEWS

ভারতে মাদক নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার বৃহত্তর প্রবেশাধিকার প্রয়োজন : নির্মলা সীতারমন

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): ভারতে মাদক ও অন্যান্য অবৈধ পাচার নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহযোগিতার ব্যাপক প্রবেশাধিকার থাকা প্রয়োজন। বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সোমবার নতুন দিল্লিতে রাজস্বগোয়েন্দা বিভাগ-এর ৬৫ তম প্রতিষ্ঠা দিবস উদযাপনের সূচনা করেছেন তিনি। দু”দিন ধরে এই অনুষ্ঠান চলবে। অপরাধ শনাক্ত করতে প্রযুক্তির আরও ভালো ব্যবহার করার জন্য দফতরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান নির্মলা সীতারামন বলেছেন। তিনি যোগ করেছেন, তথ্য রক্ষা করা সীমান্ত রক্ষার মতোই গুরুত্বপূর্ণ।

ভারতে কোকেন পাচার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন নির্মলা। তিনি বলেন, এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী “ভারতে চোরাচালান রিপোর্ট ২০২১-২২” উন্মোচন করেছেন যা সংগঠিত চোরাচালান প্রবণতা, বাণিজ্যিক জালিয়াতি এবং আন্তর্জাতিক প্রয়োগকারী অপারেশন এবং সহযোগিতা বিশ্লেষণ করে। অনুষ্ঠান চলাকালীন অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী, রাজস্ব সচিব সঞ্জয় মালহোত্রা এবং সিবিআইসি-এর চেয়ারম্যান বিবেক জোহরিও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *