BRAKING NEWS

নথিপত্রে গোলমাল, তেলিয়ামুড়া ও কল্যাণপুরে ৫টি জলের কোম্পানি সিল করে দিল প্রশাসন

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর,২ নভেম্বর৷৷ অবৈধভাবে গজিয়া ওঠা জলের কোম্পানির বিরুদ্ধে সাঁড়াশি অভিযান দপ্তরের৷ সংবাদে প্রকাশ বৈধ কাগজপত্র না থাকার কারণে আদালতের নির্দেশ অনুসারে তেলিয়ামুড়া মহকুমা শাসকের পক্ষ থেকে তেলিয়ামুড়া, মোহরছড়া এবং কল্যাণপুরে অভিযান সংঘটিত করার মাধ্যমে সিল করে দেওয়া হল মোট চারটি জল কোম্পানি৷
এখানে উল্লেখ করা প্রয়োজন গত কিছুদিন পূর্বে তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া মহকুমার মোট ৫টি জল কোম্পানিতে ঝটিকা অভিযান চালিয়েছিল সেদিন পরিদর্শনকালে মোট ৫ টি জল কোম্পানি থেকে জলের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্য৷ সেইসঙ্গে জল কোম্পানি লির নথিপত্র গুলিও খতিয়ে দেখা হয়েছিল৷
সেই ৫টি জল কোম্পানি গুলির মধ্যে ৪টি জল কোম্পানির নথিপত্র ঠিক না থাকার কারণে আদালতের নির্দেশ অনুযায়ী তেলিয়ামুড়া শান্তিনগর স্থিত ’জীবন অ্যাকুয়া’, নেতাজিনগরস্থিত ‘হিমাচল অ্যাকুয়া’, মোহরছড়াস্থিত ‘ফাইন ড্রপ’, এবং কল্যাণপুরের তোতাবাড়ি স্থিত ‘লাইফ কিং’- নামক চারটি জল কোম্পানি সিল করে দেয় মহকুমা প্রশাসনের প্রতিনিধি দল৷
এই অভিযানে মহকুমা প্রশাসনের পক্ষে ছিলেন তেলিয়ামুড়ার দুই ডি.সি.এম বাপ্পাদিত্য রায় ভৌমিক ও অঞ্জন চৌধুরী, তাছাড়া ফুড ইন্সপেক্টর ভুট্টু দেববর্মা সহ ছিল তেলিয়ামুড়া পুলিশ প্রশাসনের কর্তা ব্যক্তিরা৷
মহকুমা প্রশাসনের এই প্রতিনিধি দলের তরফ থেকে জল কোম্পানির মালিকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যতদিন না পর্যন্ত জল কোম্পানির সঠিক নথিপত্র না করা হবে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে এই জল কোম্পানিগুলো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *