BRAKING NEWS

ভারতে কোভিডে আক্রান্ত আরও ২৭৫ জন; সুস্থতার ক্রমেই ঊর্ধ্বমুখী, সক্রিয় রোগী কমে ৪,৬৭২

নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ফের কিছুটা কমল, বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে করোনা-আক্রান্ত দু”জন রোগীর। বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৭৫ জন, যা আগের দিনের তুলনায় কম। বৃহস্পতিবার সারা দিনে ভারতে দু”জন কোভিড-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। বিগত ২৪ ঘন্টায় নতুন করে ২৭৫ জন সংক্রমিত হওয়ার পর ভারতে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪,৪৬,৭২,৯১৩।

বিগত ২৪ ঘন্টায় দু”জনের মৃত্যুর পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে ৫,৩০,৬২৫ (১.১৯ শতাংশ)-এ পৌঁছেছে। দেশে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৪ হাজার ৬৭২-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। বিগত ২৪ ঘন্টায় দেশে করোনাভাইরাসের টিকা পেয়েছেন ৫২ হাজার ২৯৯ জন প্রাপক, ফলে ভারতে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ২১৯.৯৪-কোটির বেশি টিকাকরণ সম্পন্ন হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪১,৩৭,৬১৭ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *