আগরতলা, ২৯ নভেম্বর। এইচডিএফসি ব্যাঙ্কের সহযোগিতায় বিশেষ মূল্যে ইলেকট্রনিক যানবাহন বাজারজাত করতে যাচ্ছে টাটা মোটরস। এ নিয়ে টাটা মোটরস এবং এইচ ডি এফ সি ব্যাঙ্ক কতৃপক্ষ্যের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়ে গেছে। ইভি বাড়ানোর লক্ষ্য নিয়েই টাটা মোটরস বৈদ্যুতিক যানবাহনে ডিলার ফাইন্যান্সিং সলিউশন করতে এইচডিএফসি ব্যাঙ্কের সঙ্গে হাত মিলিয়েছে। টাটা মোটরস এর অধিকর্তা তথা চিফ ফিনান্সিয়াল অফিসার আসিফ মালবারি বলেন, যাত্রীবাহী বৈদ্যুতিক গাড়ির ডিলার অংশীদার হতে এইচডিএফসি ব্যাঙ্কের সহযোগিতা প্রদান করবে বলে আমরা আনন্দিত। আগামী দিনে টাটা গাড়ি ক্রয়ের ক্ষেত্রে এই যৌথ উদ্দোগ গ্রাহকদের আরো বেশি উৎসাহিত করবে।
2022-11-29