BRAKING NEWS

ইরানি থানায় দুই বাংলাদেশী নাগরিককে হস্তান্তর করল বিএসএফ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷  সন্দেহ ভাজন চার বাংলাদেশি নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ৷
জানা যায় কৈলাসহরের লাঠিয়াপুরা এলাকা থেকে তাদেরকে আটক করে বিএসএফ ২০ নং বাহিনীর জওয়ানরা৷ পরবর্তী সময় তাদেরকে ইরানি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ ইরানি থানার ওসি জানান ২৭ নভেম্বর রাতে বিএসএফ ২০ নং বাহিনীর জওয়ানরা লাঠিয়াপুরা এলাকা থেকে সন্দেহ ভাজন বাংলাদেশি নাগরিকদের আটক করে৷ তারা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ থেকে রাজ্যে আসার পর আটক করা হয়৷ সোমবার রাতে বিএসএফ ধৃতদের ইরানি থানার পুলিশের হাতে তুলে দেয়৷ ধৃতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক এবং দুইজন ভারতীয় নাগরিক৷ তাদের কাছ থেকে নগদ ভারতীয় প্রায় ২৮ হাজার টাকা উদ্ধার হয়েছে৷ ধৃত দুই ভারতীয় নাগরিকরা হল ধর্মনগরের বাসিন্দা নির্মল পাল এবং শীলচরের বাসিন্দা বিশ্বজিৎ বণিক৷ অপরদিকে ধৃত বাংলাদেশি নাগরিকের নাম হল জবা রানি রায় ও জগদীশ রায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *