মহারাষ্ট্রে জাতীয় সাঁতার, ত্রিপুরা দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ঘোষিত হলো ত্রিপুরা দল। মহারাষ্ট্রের পুনেতে জাতীয় ফিন সাঁতার প্রতিযোগিতার জন্য। শিবাজি ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে আসর হবে ৯-‌১১ ডিসেম্বর। তাতে বালক এবং বালিকা উভয় বিভাগে অংশ নেবে ত্রিপুরা। আসরে অংশ নিতে ত্রিপুরা দল গঠনের জন্য ২০ নভেম্বর উমাকান্ত সুইমিং পুলে হয় নির্বাচনী শিবির। তা থেকে ২৪ সদস্যের ত্রিপুরা দল বাছাই করা হয়। আসরে অংশ নিতে ৪ ডিসেম্বর ট্রেণে রওয়ানা হবে ত্রিপুরা দল। রাজ্য সংস্থার সভাপতি রণজিৎ চক্রবর্তী এক বিবৃতিতে এখবর জানিয়েছেন। ঘোষিত ত্রিপুরা দল:‌ সন্দীপ বনিক, অনিকেত সাহা, রাজদীপ ভৌমিক, আশিষ দাস, বিশাল নমশুদ্র,স্নেহাংশু সাহা, মেঘনীল দত্ত বিশ্বাস, দেবপ্রিয় দে, মেঘরাজ দত্ত বিশ্বাস, ছাব্বির আহমেদ, সত্য সাহা, সানু গোস্বামী, অর্ঘদ্বীপ দেব, অনিকেত বৈদ্য, সপ্তদ্বীপ দাস, শ্রীজন দত্ত চৌধুরি (‌বালক), নিষ্ঠা চক্রবর্তী, দেবাংশী ভট্টাচার্য, সুমনা বেগম, শায়ন্তিকা দে, সঙ্গিতা ভৌমিক, বিদিশা দত্ত চৌধুরি,অদ্রিতা দত্ত এবং প্রতীক্ষা সিনহা। কোচ:‌ সঞ্জুয়ার হুসেন, ম্যানেজার:‌ অমিত পাল এবং সোমা দে।‌