ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। জয়ে ফিরলো ত্রিপুরা। অন্ধ্র প্রদেশের নয়ডালে অনুষ্ঠিত ৫১ তম সিনিয়র মহিলাদের হ্যান্ডবল প্রতিযোগিতায়। শনিবার থেকে শুরু হয়েছিলো আসর। প্রথম দুই ম্যাচে হারলেও যথেষ্ট লড়াই করেছিলেন ত্রিপুরার সিনিয়র মহিলারা। সোমবার সকালে জম্মু কাশ্মীরের মুখোমুখি হয় ত্রিপুরা। শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছিলেন প্রীয়া দেব-রা। ম্যাচে ত্রিপুরা ১১-৯ পয়েন্টে পরাজিত করে জম্মু কাশ্মীরকে। খেলা শেষে রাজ্য সংস্থার সচিব লিটন রায় অন্ধ্রপ্রদেশ থেকে জানান, দাপটের সঙ্গে খেলেছে মেয়েরা। কয়েকদিন অনুশীলন করে যদি মেয়েরা আসরে অংশ নিতে পারতো তাহলে আরও ভালো ফলাফল হতো।
2022-11-28

