BRAKING NEWS

কোচবিহার ট্রফি : সরাসরি জয়ের লক্ষ্যে ত্রিপুরা, ঘুরে দাঁড়ানোর প্রয়াস গুজরাটের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। গুজরাটের বিরুদ্ধে সরাসরি জয় পাওয়াটা ত্রিপুরার পক্ষে দুরূহ ঠেকছে। প্রথম ইনিংসের ভুলগুলো শুধরে গুজরাট এখন অনেকটাই সমৃদ্ধ। দু’শ রানে প্রথম ইনিংস শেষ করার খেসারত দিয়ে ফেলেছে। সেই ভুল আর দ্বিতীয়বার করতে নারাজ গুজরাটের ব্যাটার্সরা। আগামীকাল ম্যাচের চতুর্থ তথা অন্তিম দিনে গুজরাটের ক্রিকেটাররা ঝুঁকি নেবে, চ্যালেঞ্জ ছুড়ে দেবে ঠিকই। তবে এপর্যন্ত খেলার ফলাফলের প্রেক্ষাপটে ম্যাচের লাগাম কিন্তু ত্রিপুরার হাতের মুঠোয়। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে প্রথম ইনিংসে লীড নেওয়ার সুবাদে ত্রিপুরা ৩ পয়েন্ট ধরে রাখতে পারবেই। উপরন্তু গুজরাট ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিলে সরাসরি জয়ও পেতে পারে ত্রিপুরা। কোচবিহার ট্রফির ত্রিপুরা – গুজরাট ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে গুজরাট এই মুহূর্তে ৯৯ রানে এগিয়ে রয়েছে। দ্বিতীয় ইনিংসে তাদের হাতে আরো ৭ উইকেট বর্তমান। এর আগে গুজরাটের প্রথম ইনিংসের ২০১ রানের জবাবে ত্রিপুরা তাদের প্রথম ইনিংস ২৭১ রানে শেষ করেছে। দলের পক্ষে সপ্যজিৎ দাস এর (১০৬ রান) শতক মূলতঃ দলের স্কোর সমৃদ্ধ করেছে,  পাশাপাশি ত্রিপুরা দল ৭০ রানের লিড নিতে পেরেছে। টেল এন্ডারে দেবরাজের ২৩ রানও উল্লেখ করার মতো। গুজরাটের প্রাংসু ৪৮ রানে তিনটি এবং রোহন ৭০ রানে দুটি উইকেট পেয়েছে। দ্বিতীয় ইনিংস শুরু করে গুজরাট দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ৪৬ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ১৬৯ রানে থেমেছে। ৫৫ রানে রুদ্র ময়ূর প্যাটেল এবং ৫২ রানে আকাশ দাভে আউট হয়ে উইকেট ছাড়লেও অমিত গুপ্ত ১৮ রানে এবং অধিনায়ক রুদ্র প্যাটেল ২৬ রানে অপরাজিত ভূমিকায় উইকেটে রয়েছে। ত্রিপুরার রাজদীপ রিব্রজিৎ-রা আগামীকাল প্রথম বেলায় বোলিং সাফল্য পেলে সরাসরি জয়ও চলে আসতে পারে ত্রিপুরার দখলে। সংক্ষিপ্ত স্কোর: গুজরাট প্রথম ইনিংস ২০১ রান, দ্বিতীয় ইনিংস ১৬৯/৩; ত্রিপুরা প্রথম ইনিংস ২৭১ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *