নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ঘরে ঘরে সুশাসন এবং সেবা হি সংগঠন এই দুইটি বিষয়কে প্রাধান্য দিয়ে কাজ করছে বিজেপি-র ৬০টি মোর্চা৷ তারই অঙ্গ হিসাবে বিজেপি এসসি মোর্চার উদ্যোগে বৃহস্পতিবার বস্তী এলাকায় চালানো হয় জনসম্পর্ক কর্মসূচী৷এই জনসম্পর্ক কর্মসূচীতে ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, বিজেপি এসসি মোর্চা তেলিয়ামুড়া মন্ডল সভাপতি শ্যামল দাস সহ মন্ডলের অন্যান্য নেতৃত্বরা৷ এদিন জনসম্পর্ক কর্মসূচীটি অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া ব্লকের মোহরছড়া গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়৷ জনসম্পর্ক কর্মসূচীকে ঘিরে এলাকার মানুষজনের মধ্যে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়৷ এই ওয়ার্ড এলাকার বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, টয়লেট, পানীয় জল পেয়েছেন বলে জানান৷ একই সঙ্গে বিদ্যুৎ, রাস্তাঘাটেরও ব্যাপক উন্নতি ঘটেছে বলে জানান৷ মূলত সরকারের সুশাসনের সুযোগ-সুবিধাগুলি গ্রামীণ এলাকার মানুষজন কতটা উপভোগ করতে পারছে এবং আগামী দিনে এর সুযোগ আরো প্রসারিত করার লক্ষ্য নিয়ে এই জনসংযোগ কর্মসূচী সংগঠিত করা হচ্ছে৷ বিধায়িকা কল্যাণী রায় জানান এই বিজেপি সরকার বার বার প্রতিষ্ঠিত হোক এটাই চাইছে জনগণ৷
2022-11-24

