ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। পরাজয়ের হ্যাটট্রিক রুখতে আজ মাঠে নামছে ত্রিপুরা। আজ গ্রুপের শীর্ষে থাকা পাঞ্জাবের মুখোমুখি হবে ত্রিপুরা। অনূর্ধ্ব-১৫ এক দিবসীয় ক্রিকেটে। তিরুবন্তপূরমের কে সি মাঠে হবে ম্যাচটি। প্রথম দুই ম্যাচে পরাজিত হয়ে ত্রিপরার ক্রিকেটারদের মানসিকতা অনেকটা তলানিতে গিয়ে ঠেকেছে। ওই অবস্থায় আজ কতটা ঘুরে দাড়াতে পারবে তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ? আপাতত টিম ম্যানেজমেন্ট গোটা দলকে মানসিক শক্তি জোগাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। দুদলই বৃহস্পতিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। রাজ্যদলের ব্যাটসম্যানদের ব্যর্থতা পরাজয়ের অন্যতম কারন। তার উপর দলনায়ক শ্রীদাম পালের ব্যর্থতা। তাই অনুশীলনে ব্যাটসম্যানদের উপরই বেশী জোড় দিচ্ছেন অনুশীলন। পাঞ্জাব শক্তিশালী দল হলেও পরাজিত করা সম্ভব তা মনে প্রানে বিশ্বাস করেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। আর ওই বিশ্বাসই দলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কোচ থেকে প্রতিটি ক্রিকেটার বিশ্বাস করেন, আজ ঘুরে দাড়াবেই ত্রিপুরার ক্রিকেটাররা। এবাং রাজ্যকে প্রথম জয় এনে দেবেন।
2022-11-24