আজ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ নভেম্বর৷৷ কমলাসাগর বিধানসভা কেন্দ্রের একাধিক প্রকল্পের সূচনা করবেন মুখ্যমন্ত্রী৷ বুধবার সেই প্রস্তুতি পর্ব খতিয়ে দেখেন এস ডি এম বিনয় ভূষন দাস ও ব্লক প্রশাসন এবং সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক৷ রাজ্য সরকার ও ব্লক প্রশাসনের উদ্যোগে গড়ে নির্মিত কমলাসাগর বিধানসভার  রাস্তারমাথায় মার্কেট কমপ্লেক্স, মধুপুর প্রাথমিক হাসপাতালে অত্যাধুনিক প্রযুক্তিতে গড়ে ওঠা নবনির্মিত ভবন, কোনাবন পশ্চিম উচ্চ বিদ্যালয় গড়ে ওঠা সায়েন্স ল্যাবরেটরির সূচনা হবে বৃহস্পতিবার৷ কমলাসাগর বিধানসভা ব্লক প্রশাসনের উদ্যোগে বাজার কমপ্লেক্স, হাসপাতাল , সুকল সায়েন্স ল্যাবরেটরি জনগণের স্বপ্ণের তরী রাজ্য সরকারের প্রচেষ্টায় বাস্তবের রূপ ধারণ করতে আর কিছু সময়  বাকি৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হাত ধরে বাজার কমপ্লেক্স ও মধুপুর হাসপাতালে নবনির্বত ভবন উদ্বোধন সেরে কোনাবন সুকল মাঠে জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন মুখ্যমন্ত্রী৷ পরবর্তী সময়ে সকল প্রকার বেনিফিসারিদের সঙ্গে বার্তালাপ সেরে, প্রতিঘর সুশাসন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন৷ পরবর্তী সময়ে রামকৃষ্ণ মঠে মধ্যঙ্গ ভোজন সেরে কমলাসাগর বিধানসভার ত্যাগ করবেন৷ বৃহস্পতিবার দিন রাজ্যের মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে সকল প্রকার প্রস্তুতি  খতিয়ে দেখতে যান বিশালগড় এস ডি এম বিনয় ভূষন দাস ও ব্লক প্রশাসন এবং সিপাহীজলা জেলা বিজেপির সভাপতি গৌরাঙ্গ ভৌমিক সহ বিজেপির একাধিক নেতৃত্ব৷