ভাটিন্ডা, ২১ নভেম্বর (হি.স.): পঞ্জাবের ভাটিন্ডায় মোটরবাইকের সঙ্গে সংঘর্ষের পরই আগুন ধরে গেল একটি বাসে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় বাসে কোনও যাত্রী ছিলেন না। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে ভাটিন্ডার গুরথারি গ্রামের কাছে। আগুনের লেলিহান শিখায় বাসটি একেবারেই পুড়ে গিয়েছে।
মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পরই বাসে আগুন ধরে যায়। ডিসিপি দেহাতি নরেন্দ্র সিং জানিয়েছেন, পঞ্জাবের মানসা জেলার বাসিন্দা এক যুবক ও ভাটিন্ডার বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। রাজস্থানের সালাসার থেকে আসা বাসটি মৌর মান্ধি অভিমুখে যাচ্ছিল। সেই সময় মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মোটরবাইকে থাকা দু’জনের। সংঘর্ষের পর আগুন ধরে যাওয়ায় পুড়ে গিয়েছে বাসটি।