মহিলা ক্রিকেট :‌ মৌচৈতি, ঋজুর শতরান, চ্যাম্পিয়নের লক্ষ্যে শুরু এগিয়ে চলো’র

এগিয়ে চলো: ৩০১/‌২

জুটমিল সি.সি: ৬৫

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৯ নভেম্বর।। প্র‌ত্যাশিত জয় দিয়েই আসর শুরু করলো খেতাবের অন্যতম দাবিদার এগিয়ে চলো সঙ্ঘ। ২৩৬ রানে পরাজিত করলো জুটমিল প্লে সেন্টারকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সদর উন্মুক্ত মহিলাদের ক্রিকেট প্রতিযোগিতায়। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে এগিয়ে চলো সঙ্ঘের গড়া ৩০১ রানের জবাবে জুটমিল মাত্র ৬৫ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের মৌচৈতি দেবনাথ এবং ঋজু সাহা শতরান করেন। এছাড়া বল হাতে পূজা দাস ৫ উইকেট পেয়েছেন। এদিন সকালে টসে জয়লাভ প্রথমে ব্যাট নিয়ে এগিয়ে চলো নির্ধারিত ৫০ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০১ রান করে। ওপেনিং জুটিতে অম্বিকা দেবনাথের সঙ্গে দলীয় ৯০ রান যোগ করে মৌচৈতি। অমবিকা ৪৬ বল খেলে ৯ টি বাউন্ডারির সাহায্যে৪৯ রান করেন। ব্যর্থ হয়েছেন সুলক্ষ্মণা রায় (‌৯)। এরপর মৌচৈতির সঙ্গে রুখে  দঁাড়ান‌ ঋজু সাহা। ওই জুটি কড়া প্রতিরোধ গড়ে তুলেন। মৌচৈতি থেকে ঋজু ছিলেন মারমুখি। তৃতীয় উইকেটে ওই জুটি অবিচ্ছিন্ন থেকে ১৮৬ রান যোগ করেন। মৌচৈতি ১৪৮ বল খেলে ১৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২১ রানে এবং ঋজু ৮৭ বল খেলে ১৬ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৫ রানে অপরাজিত থেকে যান। জবাবে খেলতে নেমে বিশাল রানের নীচে চাপা পড়ে জুটমিল সি সি। দল ২৭.‌৭ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ৬৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মেঘা সরকার ৪৩ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৭ এবং অম্বেষা দাস ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। দলের আর কোনও ব্যাটসম্যান দুই অঙ্কের রানে পা রাখতে পারেননি। এগিয়ে চলোর পক্ষে পূজা দাস (‌৫/‌২৪) এবং অম্বিকা দেবনাথ (‌২/‌১২) সফল বোলার।‌‌

এর আগে মাঠেই এক বিশেষ অনুষ্ঠানে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। টিসিএ-র সভাপতি তপন লোধ এর পৌরহিত্যে  আয়োজিত অনুষ্ঠানে রাজ্য বিধানসভার চীফ হুইপ কল্যাণী রায় এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে একটি এম্বুলেন্স প্রদান করা হয়। এস বি আই-এর এ.জি.এম অনুষ্ঠানে উপস্থিত থেকে টিসিএ-কে শুভেচ্ছা জানান।।