ইন্দোরে রাহুল গান্ধীকে উড়িয়ে দেওয়ার হুমকি, মিষ্টির দোকানে উদ্ধার চিঠি

ইন্দোর, ১৮ নভেম্বর (হি.স.) : ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী ইন্দোরে পৌঁছে বোমা হামলার হুমকি পেলেন। জুনি ইন্দোর থানা এলাকায় একটি মিষ্টির দোকানে হুমকিমূলক চিঠি পাওয়া গেছে। যে ব্যক্তি চিঠিটি রেখে গেছে তাকে স্থানীয় পুলিশ ও অপরাধ শাখা খুঁজছে। আশেপাশে লাগানো সিসিটিভি ফুটেজ স্ক্যান করছে পুলিশ।

জানা গিয়েছে, শহরের জুনি ইন্দোর থানা এলাকায় অবস্থিত মিষ্টির দোকানে এক অজ্ঞাত ব্যক্তি ওই হুমকিমূলক চিঠি ফেলে রেখেছিল, যা শুক্রবার সকালে দোকানের মালিক পুলিশের কাছে হস্তান্তর করে। চিঠিতে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে রাহুল গান্ধী ইন্দোরের খালসা কলেজে থামলে বোমা উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। ডিসিপি (গোয়েন্দা) রজত সাকলেচা হুমকি চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। চিঠিটি উজ্জয়িনী থেকে এসেছে বলে জানা গেছে।
চিঠিতে লেখা আছে, ১৯৮৪ সালে সারা দেশে ভয়াবহ দাঙ্গা হয়েছিল। শিখদের হত্যা করা হয়। এই মাসে ইন্দোরের বিভিন্ন জায়গায় ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটবে। বোমা বিস্ফোরণে কেঁপে উঠবে গোটা ইন্দোর। খুব শীঘ্রই রাহুল গান্ধীর ইন্দোর সফরের সময় কমলনাথকেও গুলি করা হবে। রাহুল গান্ধীকেও পাঠানো হবে রাজীব গান্ধীর কাছে। নভেম্বরের শেষ সপ্তাহে বাস বিস্ফোরণে কেঁপে উঠবে গোটা ইন্দোর।

প্রসঙ্গত, রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা ২৩ নভেম্বর বুরহানপুর জেলা থেকে মধ্যপ্রদেশে প্রবেশ করবে এবং এখান থেকে ২৪ নভেম্বর যাত্রা ইন্দোরে পৌঁছবে। এই সময় রাহুল গান্ধী ২৪ নভেম্বর খালসা কলেজের স্টেডিয়ামে রাতে বিশ্রাম করবেন। পুলিশের মতে, এই ঘটনাটি কোনও দুষ্কৃতীর হাত হতে পারে। বর্তমানে পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *